নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে । মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮

রাজিব হোসেন পানি

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮

রাজিব হোসেন পানি › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গ

০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৯



নিঃসঙ্গ
মোঃ রাজিব হোসেন পানি

এ পৃথীবি আমায় দিয়েছে কী ?
আমিই বা পেয়েছি কী ?
চাওয়া পাওয়ার এই পৃথীবিতে আজ আমি প্রশ্নবিদ্ধ
যারে আপনের মতো ভেবে দিয়েছিলাম ঠাঁই .
আজ মনের ভিতরে আর বাহিরে সে কোথাও নাই ।

পরিবর্তনের হাত ধরে তুমি আজ পরিবর্তীত
আর আমি তোমার কাছ থেকে বন্চিত ,
নতুনের হাত ধরে তুমি আজ নীজ ঘরে প্রতিবেশী
মনে হয় আজ আমি এই পৃথীবিতে বড় একা ..
এ পৃথীবি আমায় দিয়েছে কী ?
আর আমিই বা পেরেয়ছি কী ?

ভালোলাগার ভালোবাসার যত সুন্দর সবকিছু ,
পৃথীবিতে আজ বুঝি ,সব ভালো নিয়েছে তোমার পিছু ..
একদিন মায়া ভরা সাঝে , সবুজের প্রান্তরে হাতে রেখে হাত
যা কিছু জন্জাল সব করে প্রতিঘাত ,
ছুটে এসেছিলে ,নিজেকে সপেছিলে আমার কাছে
দিযেছিলে ধরা ,নিয়ে এসেছিলে এক রাশ ভালোবাসা ।
পৃথীবিটা যে কত নিষ্ঠুর ,বুঝিনি তো সেদিন
এ পৃথীবি আমায় দিয়েছে কী ?
আর আমিই বা পেয়েছি কী ?

ভালোবাসা বলে যদি কিছু থাকে ,সে তো তোমারি গঁহীনে ,
স্বর্গ...ণরক... যদি কিছু থাকে দেখিনি তো তা,
আমি যা দেখেছি তাতো ভালোবাসা ,ভালোলাগা ।
পূর্নিমা রাতে ঐ চাঁদের আলোয় ,যখন ঝলমলে চারিদিক ,
ফাঁকা দোলনাটার দিকে চেয়ে থাকি ,
এই বুঝি... তুমি.. এলে ঠিক ।
সারারাত এভাবে ভেবেই কাটিয়ে দিই আমি
জানে না বুঝে না ,শুনে নাতো কেউ,
হঠাৎ করেই ভুলে যায় ,এখন তুমি.. আমার নওতো কেউ ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.