![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮
বুঝি না..
মো: রাজিব হোসেন পানি
ধুর ছাই ..বুঝি না মনটা আমার চাই কি ?
ভাবনা গুলো এলোমেলো ..যেন পান্তাভাতে ঘি ..
বুকের খাঁচায় চুপটি মেরে কে যেন বসে আছে...
উথাল পাতাল ঢেউতুলে শুধু মিছে মিছে ..।
পড়তে বসা ,খেলা করা ভাললাগে না কিছু ...
আবোল তাবোল ভাবনাগুলো নেয় শুধু আমার পিছু ।
মনটা আমার চায় যে কি ? তাই বুঝি না আমি ..
ইচ্ছে করে গারি কিনি অনেক একটা দামি ..
একটু পরেই ভাবনা গুলো আমার থেকে নেয় ছুটি
যখন দেখে কোনো ললনা আমার চোখ দুটি ।
২| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:২৪
ধ্রুবক আলো বলেছেন: দৃষ্টিকে বেঁধে রাখুন ।
৩| ০৮ ই মে, ২০১৭ রাত ৯:২৬
রাজিব হোসেন পানি বলেছেন: Ha..ha..ha...dhonnobadh..sobaike
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৭ দুপুর ১:৫৪
ওমেরা বলেছেন: দৃষ্টি সংযত রাখুন । ধন্যবাদ