নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে । মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮

রাজিব হোসেন পানি

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮

রাজিব হোসেন পানি › বিস্তারিত পোস্টঃ

তোমায় মনে পরে

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৩

তোমায় মনে পরে
মো:রাজিব হোসেন পানি



আমার কেটেছে কত রাত,জেগে ,জেগে,
বেলকুনিতে বসে চাঁদটি দেখে ,
মনে পরে চাঁদ দেখে তোমায় কত ,
বলেছি তুমি ঐ চাঁদের মত।
চলে গেছো আজ তুমি ,চাঁদের দেশে .....
বিরহ ব্যাথা ভুলি রাত শেষে।

বলেছো তুমি আমায় বারে বারে ...
যদি চলে যায় আমি তোমার আগে ,,
বেলকুনিতে বসে ,তুমি একা রাত জেগে ,
ঐ শিশির ভেজা ঘাসে খুঁজো আমাকে ...
আমার কেটেছে কত রাত জেগে জেগে...
বেলকুনিতে বসে চাঁদটি দেখে ।

এখনো আমি প্রহরগুনি ..
আসবে না ফিরে তুমি...
সে তো জানি ।
তবু কেন মনে হয়, তুমি আজ দূরে নই
আছো তুমি এ বুকের খুবি কাছে ..
কেটেছে কত রাত জেগে জেগে ...
বেলকুনিতে বসে চাঁদটি দেখে....




মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫২

সালমান মাহফুজ বলেছেন: ব্যথাবেদনার উপশমে কবিতাচর্চা সর্বোত্তম পন্থা ।

চালিয়ে যান ।

২| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর :)

৩| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

মৌমুমু বলেছেন: আমার কেটেছে কত রাত,জেগে ,জেগে,
বেলকুনিতে বসে চাঁদটি দেখে ,
মনে পরে চাঁদ দেখে তোমায় কত ,
বলেছি তুমি ঐ চাঁদের মত।

লিখাটা পড়ে এই গানটার কথা মনে পড়ে গেলো। খুব প্রিয় একটা গান আমার!

আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়
মনে পড়ে মোরে প্রিয় ও ও
চাঁদ হয়ে রব আকাশের ও গায়
বাতায়নে খুলে দিও


সুন্দর লিখেছেন। শুভকামনা রইল।
ভালো থাকবেন।

৪| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

অর্ক বলেছেন: সুন্দর রোমান্টিক কবিতা। মোবাইল নাম্বার দিয়ে খুব ভালো করেছেন, ফোনে অনুমতি নিয়ে এসব করলে তো আর কোনও অসুবিধে নেই। ভাবছি আমিও তাই করবো।

৫| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০০

ওমেরা বলেছেন: কবিতা সুন্দর তবে দুইবার এসেছে ।

৬| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৭

রাজিব হোসেন পানি বলেছেন: ধন্যবাদ ...

৭| ০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

রাজিব হোসেন পানি বলেছেন: অর্ক ভাই .কি সব করার কথা বুঝাতে চেয়েছেন বুঝি নাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.