নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে । মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮

রাজিব হোসেন পানি

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮

রাজিব হোসেন পানি › বিস্তারিত পোস্টঃ

গহীনের চোড়াবালী

১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৬





গহীনের চোড়াবালী
মো: রাজিব হোসেন পানি


চিরো চেনা পথের পাশে, মরা ঘাসের উপর দাড়িয়ে ...
অপলক দৃষ্টির গহীনে তুমি আজ হাড়িয়ে...
তাই নিজেকে হারিয়ে তোমার আশায় আজও দাড়িয়ে ..
তুমি তোমার সৃষ্টিশীল চেতনায় আজও গহীনে হারিয়ে...
মনে কি পরে ?
তুমি সব কিছু হারিয়ে এসেছিলে একদিন এই পথে ...
দেয়েছিলে দেখা নিয়ে এসেছিলে এক বুক ভালোবাসা শূন্য হাতে...


গহীনের চোড়াবালীতে আজ তুমি দিয়েছো ডুব ...
নিস্তব্দ চারিপাশ নিস্তব্দ পৃথিবী সাথে তুমিও নিস্চুপ...

এত টুকু দুরুত্ব তুমি শুধু রেখো..যেখানে হতে তোমার গন্ধ আমি পাবো...
অপলক চাহনীমাঝে তুমি বেঁধে রেখো আমায়..
আমি ঐ দুরুত্বটুকু শুধু চায়...

আমি ঐ দুরুত্বটুকু শুধু চায়..
মিলনের এই মিলন মেলায় শুধু তোমায় পাশে পেলে
একবার নই দু বাব নই আমি খুশী তুমি হাজার দুরুত্বেও গেলে


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবি, আপনার কবিতা খুবই সুন্দর।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৩

রাজিব হোসেন পানি বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


লিখতে থাকেন, ভাষা ধারালো হোক

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: বাহ!!
ছবিটাও সুন্দর।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৮

রাজিব হোসেন পানি বলেছেন: চাঁদগাজী ভাই ধারালো ভাষাটা কি জিনিস ?

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চিরো চেনা পথের পাশে, মরা ঘাসের উপর দাড়িয়ে ...
অপলক দৃষ্টির গহীনে তুমি আজ হাড়িয়ে...

ধারালো হওয়া্ আবশ্যক !!

কবিতার সাথে ছবিকে মিলাতে পারলামনা ।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭

রুরু বলেছেন: ভালো

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৯

রাজিব হোসেন পানি বলেছেন: অনেক গভীর ভাবে ভাবলে ছবির সাথে কবিতার মিল পাবেন... আর হ্যা ভাই নূর মোহাম্মাদ নূরু পরবর্তীতে ধারালো কিছু লিখার চেস্টা করবো ..মন্তব্যর জন্য ধন্যবাদ..

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এবারের মতো হাড়িয়ে শব্দটিকে ধারালো করলেই হবে!

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০

শেখ সাকিবুল ইসলাম বলেছেন: (তার চাহুনি আমায় সব সময়ই কাছে ডাকে)
ভাল লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.