![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮
আঁচল
মোঃ রাজিব হোসেন পানি
আমার রাতে ঘুমাতে ভয় হয়
আমি পরিচিত আঁচল খুঁজি..
যে আঁচল শুধু তাঁর আচল নই...
একটু চাওয়া পাওয়া সাথে এক বিন্দু ভালোবাসা ,
আমার পরিচিত কোনো আঁচল নেই...
রাতে ঘুমোতে আমার ভয় হয় ,বড্ড ভয় হই ,
জানালাগুলো বার বার আটকিয়ে আসি ,,
লেপের নিচে আশ্রয় নিয়ে আমি ভয়ে মাথা গুঁজি ..
আর তখনী তোমার আঁচল খুঁজি ....
কোথাও তোমার আঁচল নেই ।
রান্না ঘরের বারান্দায় হুলো বিড়ালটা আওয়াজ করে ..
আমি চমকে উঠি ,ভয়ে থরো থরো কেঁপে উঠি
আর তখনি তোমার ,,,হ্যাঁ তোমার আঁচল খুঁজি...
মনে পরে গত শীতের ভরে
তোমার আদরমাখা মুখে ,,
লজ্জায় তুমি গুঁজেছিলে মুখ ,আমার বুকে ..
তোমার গরম নিঃস্বাসে আমিও লজ্জিত হয়েছিলাম সেদিন ,,,
সেদিন যে ভাবে তোমার আঁচল আমায় দিয়েছিলো ঠাঁয়...
ঠিক সে ভাবেই আমি তোমার আঁচল খুঁজি...
যেখানেই থাকো তুমি ভালো থেকো ,
এই মিনতি করি বার বার প্রতিরাতে ...
ঐ আঁচলে কাউকেই দিও না লুকোতে...
এটা আমার অধিকার ,অনুরোধ করিনি আর করবোও না কখনো...
ভালো থেকো ভালো থেকো ,,
শুধু আঁচলটাকে আমার কথা বলো...
হতভাগা ভাগ্য আমায় করেছে আলাদা তোমায় হতে..
নিঃশ্পাপ ভালোবাসায় ,ছিলো পাপিষ্ট্য আদর....
নিজেকে লুকিয়েছো আমার লুকানোর জায়গাটা কেরে
সকালে ঘুম ভাঙ্গে আজও তোমার আঁচলের খঁজে...
২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮
রাজিব হোসেন পানি বলেছেন: ধন্যবাদ রাজীব নূর
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২
রাজীব নুর বলেছেন: সুন্দর।