![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮
সেই তুমি এই পথে
মোঃ রাজিব হোসেন পানি
নগন্যের মাঝে অরন্যের হাতছানি তোমার ..
কৃপনতা করে আজ আমি দূরে বহু দূরে ..
হারানো পথে তোমার দেখা হঠাৎ করে ..
আমি অবাক ,হ্যাঁ আমি অবাক ...এ কে ..?
এভাবে তোমায় ফিরে পাবো ভাবি নি কখনো,
যে পাওয়ায় শুধুই ঘৃণা আর ঘৃণা ।
উৎসূক চোখে চেয়ে থাকি ,
তোমায় দেখি না দেখার ছলে ,
ঐ নিষ্পাপ মুখে আজ পাপিষ্ট আদর ,,
ঐ রক্ত জবা ঠোঁটের কোনে আজ ছলনার হাসি ...
আমি অবাক ,,হ্যাঁ আমি অবাক ...
কখনো ভাবিনি তোমায় এভাবে ফিরে পাবো ।
আমি দেখি তোমায় না দেখার ছলে ,,,
আমি দেখি কেমন তুমি ,এই আজকের তুমি ?
নিজেকে সাজিয়েছো আজ তুমি
তোমার ইচ্ছের বাইরে ...
ঐ রক্তজবা ঠোঁটের কোনের হাসিটাও আজ মিকে ..
আজ নিজের দুঃখগুলোকে আনন্দে পরিনত করতে তুমি এই পথে ..
দুঃখ কষ্ট যন্ত্রনার আড়ালে সব আনন্দ যেখানে একসাথে ,
তুমি আজ সেই পথে ।
আমি নির্বাক ,কখনোই ভাবিনি তোমায় দেখবো এই পথে...
২| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৩১
রাজিব হোসেন পানি বলেছেন: ধন্যবাদ...আপনাকেও ভালোবাসা অবিরাম মৌরি হক দোলা ..
৩| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: আমি দুঃখিত কবিতাটি আমার কাছে ভালো লাগেনি।
৪| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৩
তারেক ফাহিম বলেছেন: ফিরে পাওয়ার পর পুরোনো আবেগ মনে পড়লেও ভালোবাসাটা দুজনের মাঝে সমভাবে নাই
কথা মালা সুন্দর হয়েছে।
৫| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৪
রাজিব হোসেন পানি বলেছেন: স্বাভাবিক বিষয় ...মনে করেন নিসিদ্ধপল্লিতে আপনি আপনার পুরোনো প্রেমিকার দেখা পেয়েছেন ...এবার পড়ুন ভালো লাগবে আশা করি... রাজীব. নুর
৬| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৭
রাজিব হোসেন পানি বলেছেন: তারেক ফাহিম ভাই আপনি ঠিকি ধরেছেন..
৭| ০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ
৮| ০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
শামচুল হক বলেছেন: ছবি কবিতা দুইটাই ভালো লাগল।
৯| ০৯ ই মে, ২০১৮ রাত ১১:৩৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: কেমন যেন লাগল
১০| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:৩৩
তারেক ফাহিম বলেছেন: আপনার মন্তব্যগুলো অাপনাকেই নটি দেখাচ্ছে, আমাকে না
পরে নিজ প্রোফাইলে গিয়ে মন্তব্য করা ব্লগগুলো খুলে খুলে দেখতে হচ্ছে।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৩০
মৌরি হক দোলা বলেছেন: কবিতার কথাগুলো খুব সুন্দর
ভালোলাগা রইল.....