![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮
জয়ীতা
মোঃ রাজিব হোসেন পানি
তুমি পল্লীর মেয়ে পল্লীতে থাকো নিজেকে করো খুন,
কর প্রতিদিন যুদ্ধ , ভাঙ্গা মনের বিরুদ্ধে ,,
তুমি ঐ পল্লীর মেয়ে,,
তুমি ঐ পল্লীর মেয়ে।
জোৎসনা রাতের সৌন্দর্য্য তুমিও দেখো ,
তুমিও চাঁদের আলোয় নিজেকে ভিজিয়ে কর শিক্ত ,,
অপার সুখ বিলিয়ে অন্যকে দাও আনন্দ,,
প্রতিদিন ঐবিছানাটা ভিজে বৃষ্টির পানিতে না ,
নতুন নতুন কোনো সমাজের হিংস্র স্বীকৃত দানবের ঘামে ।
আনন্দ শেষে ,সব কিছু হারিয়ে ,
যখন সমাজের প্রধান'রা তোমায় করে দান,
অনেক ,অনেক টাকা কড়ি ...
তুমি তা কুড়িয়ে ,অশ্রুকে করো আড়াল ,
ভাবো পরক্ষণে,যাক !
এই বারের মতো আমার কন্দনরত শিশুটি থাকবে না আর অনাহারে ।
তুমিই সেই নিষিদ্ধ পল্লীর হতভাগ্য এক মা !
.. জয়ীতা ।
উৎসর্গ : নিলু
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: আমারও নামও রাজীব।
ভালো লিখেছেন।
আচ্ছা, আপনার নাম কি আসলেই পানি?