![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮
লাবন্য তার ছদ্দনাম "
মোঃ রাজিব হোসেন পানি
অধিকার এমনি এমনি হয়
কিছু অধিকার অর্জনে ,কিছু অধিকার বর্জনে,
কিছুটা হয় একান্ত আপসে.. !
আপনাকে তুমি না বলেও ,
তোমাতে মিশে এক হওয়া যায়,কিছুটা আশ্বাসে..
লাবন্যর হাসিটা সবার জন্য লাবন্যময়
কিন্তু একটা বিশেষ হাসি আছে ,
যেটা শুধুই আমার জন্য, অন্য কারো নয় !
চাপা কান্না শুনেছি,আপনাকে তুমি ভেবে চাপা হাসি দেখেছি..।
কিছু তারার সম্পর্ক, অন্য তারার সাথে
কিছু হাসি মুখরিত লাবন্যের উজ্জলতায়,
কিন্তু পূর্নিমার চাঁদ সেও হার মানবে
লাবন্যের কথায় আর হাসির ভূবনে ৷
একটু হাওয়া লাগতেই কাশফুল ঝরে যাবে ,
শরত সে তো চলে যাবে,
আপনি যে লাবন্য, কখনো কি তুমি হবে ?
না ,,ক..খ..নো.. না ,
লাবন্যরা আপনি হয়ে বেঁচে থাক সবার অগচরে..
উৎসর্গেঃ লাবন্য
২| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: কবিতায় লাবন্য আছে, আছে উজ্জলতা।
রেখে গেলাম অশেষ ভাল্লাগা।
ধন্যবাদ।
৩| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শরত সে তো চলে যাবে,
আপনি যে লাবন্য, কখনো কি তুমি হবে ?
............................................................লাবন্য শীতে হারায় আর বসন্তে ফিরে আসে
৪| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮
সাইন বোর্ড বলেছেন: লাবন্যর জন্য শুভ কামনা ।
৫| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
জহির আসাদ বলেছেন: অল্প কথায় সুন্দর গোছানো একটা পতিচ্ছবি। একঝটকায় এক স্মৃতি উদঘাটন করে দেয়।
৬| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৮
রাজীব নুর বলেছেন: কবিতাটা কেন জানি ভালো লাগেনি।
আই এম স্যরি ফর দ্যাট।
৭| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪
চাঁদগাজী বলেছেন:
নামটা লাভ-অন্য
৮| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
রাজিব হোসেন পানি বলেছেন: না ,বেপার না ,,,কবি যখন কবিতা লিখে তখন সে ঐ ধরনের পরিস্থিতি দেখে বা নিজের জীবনে ঘটে ,,,ধন্যবাদ মন্তব্য করার জন্য..
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭
বিজন রয় বলেছেন: সুন্দর! মনে রাখার মতো কবিতা।
সরল ভালবাসার নিষ্পাপ প্রকাশ।
++++