![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮
দ্বিধা
মোঃ রাজিব হোসেন পানি
তার কাজল ধোয়া পানি আজো গরিয়ে পরে , হইতো কারো কথা মনে করে,,
অজানা আবেগের একটা মুহূর্ত তোমারি অপেক্ষায়,
কখনো দিনে ,কখনো রাতে ,প্রতিদিন ,প্রতি মাসে , কিংবা প্রতি বছরে..
দিন শেষে তোমার চোখের কাজলের পানি , আমায় ভাবাই,,,
নিশ্চুপ রাতের ঝিঝিপোকারা ডাকে , তাদের ভাষাতেও যেনো তোমারি খোঁজ,
আবেগের জানালা বন্ধ
এক রুদ্ধশ্বাস পৃথিবী আমায় ভাবায় আর কাঁদায়, আর তোমার কথা মনে করিয়ে দেয় ।
অশ্রুসিক্ত লবনাক্ত গালে আমার ঠোটের ছোয়া ,
দেখানো ভালোবাসায় তোমার লুকানো প্রেম
যেনো কোনো কাঠের পুতুল তুমি
আর আমি.?
যেনো এক যন্ত্র মানব..
আমি দ্বিধা ভেঙ্গে বের হয়ে আসি ,দেখি তুমি আমার না, অন্য কারো লাবন্য...
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪
রাজিব হোসেন পানি বলেছেন: ধন্যবাদ..
২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯
রাজীব নুর বলেছেন: বেশ।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭
রাজিব হোসেন পানি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বাহ বাহ, চমৎকার