![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮
জোনাকি
মোঃ রাজিব হোসেন পানি
আমি জোনাকিদের বাসা খুঁজি,
যে আলোয় সন্ধায় কাঁটে আঁধার পৃথিবী হয় লাবণ্যময়,
আমি এতদিন ধরে সেই জোনাকিদের বাসা খুঁজে ফিরি ।
আমি জোনাকিদের বাসা খুঁজি,
সন্ধাপরে যে আলোয় নাবিক তার দিক খুঁজে ফিরে
ঘাস ফরিং এর দেশে ,
আমি সেই আলোর জোনাকিটার বাসার সন্ধানে
দিক বেদিক ঘুরে আবারো এই দেশে।
ভেঁজা শাড়ির ফাঁকে কমল তাহার কোমরের ভাঁজ পরা আবেগের সন্ধানে আজও আমি এই পথে ...
সন্ধা পূজা শেষে বৌ দিদি যখন প্রসাধ নিয়ে পড়ার টেবিলে আসে ,
তখনো তার শাড়ির আড়ালে অন্ধকারে জোনাকিরা হাঁসে..
বাঁধাহীন আবেগের পথে ঐ ঘন অন্ধকারে যখন জোনাকিরা জ্বলে উঠে ঠাকুরের প্রদ্বীপের ন্যায় ,
বৌদির বক্ষধারে ,
আমি তখন জোনাকির বাসা খুজি আলতো করে ভেঁজা চুম্বনের কেটে তারি দুধারে ,,,
রাত শেষে হয় ভোর জোনাকিরা যায় কই?
বৌ দিদি বলে তাদের বাসা নয় মর্তে ,
ওরা উরে চলে গেছে স্বর্গে ।
আবার সন্ধা সাঁজে এমন প্রসাধ পাবে ,
অল্প করে জ্বেলে ,আলতো করে ছুলে,
মিলিয়ে যাওয়া আবেগের অন্ধকারে জোনাকির বাসা পাবে খুঁজে ।
২| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৬
রাজিব হোসেন পানি বলেছেন: রাজিব নুর, ভালোবাসা আবিরাম
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
নুরহোসেন নুর বলেছেন: কবিতার মত জোনাকিরা আলো ছড়াক বিষন্ন কবির অন্তরে।