নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে । মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮

রাজিব হোসেন পানি

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮

রাজিব হোসেন পানি › বিস্তারিত পোস্টঃ

করোনা হতে করুণা

০৪ ঠা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪০


করোনা হতে করুণা
মোঃ রাজিব হোসেন পানি


হে রহীম রহমান মহান সৃষ্টিকর্তা
যতটুকু জানি তোমার মহিমা অপরিসীম তুমিই সৃষ্টিকর্তা ।
সৃষ্টি কুলের স্রষ্টা তুমি, পালনকর্তাও বটে ,
এমন কিছুই সাধ্য নাই, তোমার ইশারা ছাড়া এধরণীতে ঘটে ।

হে রহীম রহমান,
তোমার ইশারাই নদী সেও বহমান ।
পাখির কন্ঠে সুর শুনি,বাতাসের প্রতিধ্বণী,
লক্ষ তারার মাঝে যে চাঁদ, সেও গায় তোমার বাণী ।
আমরা মানব জাতি যখনই ভুলতে গেছি তোমারই মহিমা ,
তখনই তুমি যুগে যুগে বিনষ্ট করেছো মানবের গরীমা ।

চারিদিকে আজ বিশ্বজুরে যখন চুরি খুন ধর্ষণ রাহাজানি ছিনতাই ,
এবারো তুমি গজব দিতে এতোটুকু ভুলো নাই ।
বিশ্বজুরে কান্নার সুর চারিদিকে আজ শুনি,
দয়া করো হে প্রভু দয়াময়, নামাজ শেষে এই দোয়াটাই করি ।

মানবজাতি ভুল করেছে যুগে যুগে বার বার
শাস্তি দিয়েছো , ভালোবেসেছো তুমিই তো সে মহান ...
হে রহীম রহমান মহান সৃষ্টিকর্তা
দয়া করে করো ক্ষমা, তুমি ছাড়া কেহ নাই ,
করোনা হতে রক্ষা করো তুমি বিশ্বময় ।

মানবজাতিকে ক্ষমা করেছো এই তো প্রথম নই
যুগে যুগে তুমি প্রমান করেছো তুমিই সেরা ঐ ..
মহান সৃষ্টিকর্তা দোয়া চাই তোমার কাছে,
করোনা হতে করুণা করে ,রক্ষা করো মানবজাতিটাকে ।






মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৫

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ যেন সব বিপদ হতে দুরে রাখে।

২| ০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২১

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৪

রাজিব হোসেন পানি বলেছেন: রাজীব নুর ভাই ধন্যবাদ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.