নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে । মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮

রাজিব হোসেন পানি

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮

রাজিব হোসেন পানি › বিস্তারিত পোস্টঃ

আমি এক ক্লান্ত পথিক 

৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৫১



আমি এক ক্লান্ত পথিক  
মোঃ রাজিব হোসেন পানি

লক্ষ্যের দিকে এগিয়ে চলা ক্লান্ত এক পথিক আমি,
সাফল্য আমায় ধরা দিয়ে আবার ছুটে চলে দুর বহু দুর,
লক্ষ্যে অবিচল থাকতে থাকতে কখন যে আমি ,
হারিয়ে যাই অনেক দূর তা ভেবেই পাইনা I
যেন তোমায় দেখে আমি না দেখে থাকি,
যেন ভালোলাগার রঙ্গে আমি ভালোবাসা আঁকিI
আমি ক্লান্ত পথিক ছুটে চলি দূর বহুদূর,,,,,,,,,

তুমি কি কখনো জোনাকির আলোয় নিজেকে দেখেছো ?
অথবা শীতের সকালের শুভ্র জমে থাকা ঘাসের শিশিরে ,
তুমি কি কখনো ঐ আলতা রাঙ্গা পা মেলেছ ঐ চরণে ?
নিয়েছো সুখ দিয়েছো ভালোবাসা ঐ পল্লী কাননে
আমি তোমার ভিতরে আমায় রেখে পথ চলি,
আমি ক্লান্ত পথিক ছুটে চলি দূর বহুদূর,,,,,,,,,

জীবনের খোঁজে মনের টানে ফিরে চলি বারবার,
তোমার চলে যাবার পথের পানে চেয়ে অপলক দৃষ্টিতে চেয়ে থাকি,,,
যতদিন রবে এই মনের গহীনে তোমার বসবাস,
আমি রয়ে যাব হেথা ,পল্লী কাননে রবেনা মোর কোন নিবাস,
তুমি ফিরে আসো ,,
আমি ক্লান্ত পথিক ছুটে চলি দূর বহুদূর,,,,,,,,,

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৩০

খায়রুল আহসান বলেছেন: পথিকের পথ চলা অব্যাহত থাকুক, নিষ্কন্টক হউক!

২| ০১ লা জুন, ২০২১ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.