![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮
..... ........ চুপ...........
মোঃ রাজিব হোসেন পানি
চুপ থাকো বাঙ্গালী চুপ থাকো
চুপ থাকাতে আমরা নোবেল পাবো,
ভাবি বসে বসে,
ভাগ্যিস একাত্তরে আমরা ছিলাম না,,
তাইলে এইদেশ স্বাধীনই হতো না।
চুপ থাকা জাতি আজ, ভুলেছে প্রতিবাদ,
সবাই নিজের স্বার্থেই ব্যাস্ত নেই কারো ভাবনা,
আমরা বাংলাদেশী বর্তমানে চোখ থাকতেও কানা।
রাতের মধ্যে গড়ে উঠা নামধারী কিন্ডারগার্টেনে
ব্যাবসা চলে শিক্ষা নিয়ে মধ্যবিত্ত ভুক্তভোগী তবুও থাকে চুপ,,
নিজের সাথে যুদ্ধকরে বাবা থাকে নিশ্চুপ।
প্রতিদিনিই বাড়ছে নিত্যপন্যের দাম
কৃষক সেতো পাইনি আজো তাঁদের সম্মান,
তবুও আমরা বাংলাদেশী থাকছি আজো চুপ
শান্তিতে আমরা নোবেল আনবো এই আমাদের পন,
গোল্লায় যাক রাষ্ট্র ব্যাবস্থা, আমরা থাকবো চুপ।
হাটের মোরে, গাছের তলে, ভুঁইফোড় হসপিটাল,
ডাক্তার নার্স স্বাস্থ্যখাত সবাই ইকুয়াল,,।
ডায়াগনস্টিকের ভূয়া রিপোর্ট বাড়ছে হরাহর,
আমি তো ভাই যদুমদু আমার কি করার,,
এমন ভেবেই আমরা সবাই থাকি রে ভাই চুপ,,
কতবারে কতশত অন্যায় চলে ধুম
মধ্যবিত্ত মরে গেলেও রাষ্ট্র ব্যাবস্থা নিশ্চুপ।
Pic from Google
২| ১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:২৯
জ্যাকেল বলেছেন: পানি?
৩| ১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:২৬
ফুয়াদের বাপ বলেছেন: যে বিষয়টা নিয়ে লিখেছেন তা অস্বাধারন। আমরা আসলে চুপ জাতিতে পরিনত হয়েছি দিনকে দিন।
ফেলানীর ঝুলন্ত লাশ দেখে,
আবরারের শার্টে রক্ত মেখে,
শেয়ার বাজার ফাঁসে লটকে,
ব্যাংক লুটে লকার মটকে,
তনুর শরীর ক্ষতবিক্ষত,
সোনার ছেলে রহে অক্ষত,
কুইকরেন্টালে রক্তচুষে,
শর্শের ভেতর ভূত পুষে,
রাতের ভোটে রাষ্ট্রপ্রতি,
গনতন্ত্রের কবর-গতি,
দ্রব্যমূল্যর ক্রম উর্ধ্বগতি,
গরীব-দুখীর কষ্ট অতি,
শিক্ষার আলো নিভুনিভু,
এখনো বেঁচে আছি তবু -
জাতি হিসেবে আমরা সবাই চুপ...
৪| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪৯
রাজীব নুর বলেছেন: চুপ থাকলে হবে না ভাই। বলতে হবে। প্রচুর বলতে হবে।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখেছেন