নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে । মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮

রাজিব হোসেন পানি

এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮

রাজিব হোসেন পানি › বিস্তারিত পোস্টঃ

অনুভূতি

২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:০২




অনুভূতি
মোঃ রাজিব হোসেন পানি


তোমাকে পেয়েও যেনো না পাওয়ার এক সুখ,
প্রতিনিয়ত বিরহ বেদনা অতৃপ্তি, আকুতি,মিনতি।
তুমি যা, তার যোগ্যতার সমান আমি না,
হইতো তোমার পরশে আমি মাঝে মাঝে যোগ্য হয়ে উঠি।

লাবন্যমনি এক ভালোবাসা,এক অনুভূতির স্পন্দন,,
তোমার সৌন্দর্য বড়ই অদ্ভুত, কখনো ঝড়, কখনো বৃষ্টি,
আবার কখনো মায়ায় ভরা দু চোখের কন্দন।

তোমার ডাইরির প্রতিটি পাতায় আমার তোমার অনুভূতি,
যেনো তোমার থেকে দূরে বহুদূরে আমার বসতি,,
চন্দ্র বিন্দু লতা পাতা ঘাস ঝোপ ঝাড় তোমার অগোছালো
আবেগের খাতায় শুধুই শূন্যতা, অপূর্ণতা,অভিযোগ,অভিমান,একাকিত্ব।
যেখানে আমি শুধুই আমি, আর তোমার ডাইরির পাতার আমি,,,
আমাকে আমার অচেনা,, খুব অচেনা,

আমি আগুনে পুরে খাঁটি না হয়ে কয়লাই হয়ে গেছি
তাই হইতো এই পুরা মন তোমার কোনো কাজেই আসছে না।

আমি নিয়তির কাছে পরাজিত নাকি বিজিত তার হিসেব করি না,
আমি শুধু জানি, তোমার যাহা পাপ্য,যাহা অধিকার,তাহা তোমায় দিতে পারছি না।

অলোকিক কোনো ক্ষমতা যে আমার নেই তাহা আমি জানি,
তবে লাবণ্যমনি,,
তোমার ডাইরির এক অসম্ভব ক্ষমতা আমার জানা
নিজেকে বুঝতে পারি, পড়তে পারি, তার সাথে নিজেকে শুধরিয়ে নতুন করে গড়তেও পারি।

আমার মত করে আমি ভাবিনা, খাই না, পড়ি না, ঘুমায় না,যদিও তোমার অভিযোগ আমি তা করি,
আসলে যা দেখো,তাহা দেখানোর জন্যই দেখা
একাকিত্ব বিরহ ব্যাথা,আমাকেও পুরায় কিন্তু তাহা অপ্রকাশ্যই রয়ে যায় কেননা আমি তো পুরুষ।

তোমাকে ছাড়া অন্ন শুধুই অন্ন, সাময়িক ক্ষুধা নিবারন হয়
পেট ভরলেও মন ভরে না, তোমাকে ছাড়া ঘুমাতে গেলে ঘুম হয় কিন্তু বুকের উপর গরম নিঃশ্বাস অনুভূত হয় না,
তোমাকে ছাড়া লাবণ্যমনি হইতো হেসেই কথা বলি কিন্তু তাহার পূর্নতা পায় না।
তবুও তোমার ডাইরির পাতায় আমি অচেনা, কারন আমি পূরুষ জীবন জীবিকার কাছে দায়বদ্ধ।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৪৮

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার অনুভূতি প্রকাশ

২| ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দুটাই সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.