![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা বা কবিতা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্যনয়। তা সৃজনশীল কাজের পরিপন্থী। লেখা বা কবিতা অন্য কোথাওপ্রকাশ, ছাপা করতে চাইলে কবির সম্মতি নিতে হবে। কবির বা লেখকের মোবাইল :০১৭৯৬৯৬৪৮৩৮
দায়িত্ব
মোঃ রাজবি হোসনে পানি
তোমার অকারন অভিমান গোলাপ কাঁটার ব্যাথা
যেনো নরম পরশ কাশফুল ঝড়ে পরে সকালের শিশির ভেজা ঘাসে,,
আমার অজানা অতৃপ্তি ভালোবাসা যেনো চোখ মিলে বসন্তরে কোকিলে।
যেদিন প্রথম চোখের অপলক চাহনি এসে পড়েছিলো আমার চোখের বারান্দায়,
সেদিন হতে আজও আমি নিজেকে হারিয়ে খুঁজি তোমার ভিতর,,,
সে কি চাহনি যেনো লাবন্যমনি এসে ধরা দেয় অসামান্য হয়ে সামান্যের কাছে,,
লাবন্যমনি মনে পরে সেইদিন তোমার প্রর্থম স্পশে আমায় করেছিলে পুর্নাঙ্গ পুরুষ,,,
যেনো কত ছোট্ট ছিলাম
বড় হয়েছি,,, বড় করেছো আমায়,,,,
যে আমি দায়িত্ব থেকে পালয়েি বাঁচার চেষ্টায় ছিলাম মশগুল,
সে আমাকে দায়িত্বের কাছে করেছো বন্দি,,
বুঝতে শিখিয়েছো আমি পুরুষ,,,
দায়িত্বকে কাঁধে নেওয়া আমারই দায়িত্ব।
এক পশরা বৃষ্টির পর সতেজ স্নিগ্ধ সন্ধার গোধুলতেি যেনো আমার পুনর্জন্ম,
নতুন আমাকে করেছি আবিষ্কার তোমার স্পর্শে।
,,,,অসমাপ্ত,,,
১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫০
রাজিব হোসেন পানি বলেছেন: জ্বি ভাইজান,,, একটু ব্যাস্ততার সাথে বর্তমন সংসার করছি,,,,
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫২
রাজীব নুর বলেছেন: সমাপ্ত কবে করবেন?
খুব ব্যস্ত নাকি আপনি?