![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সস্তা প্রেমের কষ্ট কাহিনি
গলির বেওয়ারিশ কুত্তা
আর আমি শুধু জেগে !
নিস্তব্ধতা বিদির্ন করে ঝিঝি পোকা
লেজ নাড়িয়ে মশা তাড়ায় কুত্তাটা
আমার লেজ নাই ! হাত আছে ।
বিছানাটা মনে হচ্ছে কাঁটাময়
পিঠ ঠেকাতে পারিনা
নরম গদি উপহাস করছে
মনে হয় পুড়িয়ে দিই!
কুত্তাটাকে দেখে হিংসা হচ্ছে
নিশ্চিন্তে শুয়ে শুয়ে লেজ নাড়ছে ।
কুত্তারাই ভালো আছে
বছরে এক বার প্রেম আসে
প্রেমে পড়ে শুধুই ভালোবাসা !!
ছ্যাকা নেই ছলনা নেই
পুরনো স্মৃতি হাতরিয়ে মরে না
বার বার প্রতি দিন প্রতি ক্ষণে ।
২| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৪
নাজিয়া ফেরদৌস বলেছেন: হুম ! ভালো , চোখ মনের দৃষ্টি সজাগ আপনার....
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪
নুর ইসলাম রফিক বলেছেন: কুত্তাটাকে দেখে হিংসা হচ্ছে
নিশ্চিন্তে শুয়ে শুয়ে লেজ নাড়ছে ।
কুত্তারাই ভালো আছে
বছরে এক বার প্রেম আসে
প্রেমে পড়ে শুধুই ভালোবাসা !!
ছ্যাকা নেই ছলনা নেই
পুরনো স্মৃতি হাতরিয়ে মরে না
বার বার প্রতি দিন প্রতি ক্ষণে ।
ভালো লাগলো কবিতার..................