![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I believe that I have miles to go before I sleep.\nI feel extremely proud when I sense that I have the power to think, love
প্রাচীন মিথ গুলোর কাহিনী ভালো করে খেয়াল করলে দেখা যায়। দেবতারা স্বর্গ ছেঁড়ে এসে মর্তের সবচেয়ে সুন্দরী কুমারী ভক্ত মানবী দের কিছুদিনের জন্য ভালোবেসে আবার স্বর্গে ফিরে যায়। তবে যাওয়ার সময় দেবতা ভক্ত মানবীকে কিছু উপহার দিয়ে যায়। পরবর্তীতে তার যোগ্য দেবীদের বিয়ে করে সে স্বর্গেই থেকে যায় কখনোই মর্তে ফিরে আসে না। অন্যদিকে ভক্ত মানবী ভাবে তার কঠিন ভালোবাসার টানে দেবতাকে সে স্বর্গ থেকে মর্তে নামিয়ে এনেছে। নিজের সৌন্দর্য্য আর ভালোবাসা নিয়ে অতি আস্থায় সে নিজেকে দেবীর মত ভাবতে শুরু করে আর স্বপ্ন দেখতে থাকে একদিন দেবতা তাকে হয় স্বর্গে নিয়ে যাবে নয়তো মর্তে এসে তাকে নিয়েই থাকবে। এবং মর্তের কোন মানবকে এই মানবী তার যোগ্য ভাবতে পারে না। মর্তের কোন মানব তাকে খুব ভালোবাসলেও তার স্বর্গে তাকানো উঁচু চোখ মর্তে আর নামে না। শেষে অপেক্ষায় থাকতে থাকতে না পেয়ে সে একসময় বাধ্যহয়ে মর্তের মানবের সাথে বসবাস শুরু করে। কিন্তু ভালোবাসতে পারে না। মর্তের মানব তার অতি ভালোবাসার কারণে ভালোবাসা না পেয়েও তাকে বাচিয়ে রাখোর জন্য চেষ্টা করে যায়। এমন কি দেবতা স্বর্গে যাওয়ার সময় ভক্ত মানবীকে উপহার হিসেবে যে সন্তান দান করে যায়, মর্তের মানব তাকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়ে লালনপালন করে যায়। অন্ধ মানবী দেবতার একদিনের ভালোবাসার প্রভাবে মর্তের মানবের সারাজীবনের ভালোবাসা টের পায়না। আমৃত্যু তার দেবতার সাথে স্বর্গে বাসের স্বপ্ন থেকেই যায়। দেবতা যে তাকে মনে রাখেনি এবং কোনদিন ভালবাসেনি এই মানবী তা কল্পনাই করতে পারেনা। প্রাচীন মিথের এই দেবতা, মর্তের ভক্ত মানবী এবং সাধারণ মানব বর্তমান কালেও আছে। একটু রূপ বদলেছে। মন নিয়ে যে যত বেশি খেলতে পারে সে হয় দেবতা। অন্ধ ভক্তি আর লোভের কারণে মনের খেলায় যে কখনোই আসল নকল চিনতে পারে না সে হয় মর্তের মানবী, আর মনের কাছে হার মেনে ভালোবাসাকে প্রাধান্যদিয়ে যে দায়িত্ব পালন করে বোকা হিসেবে পরিচিত হয়, সে হয় মর্তের মানব।
২| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪
মদন বলেছেন: ++++++++++++
৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
সোহেল রনি বলেছেন: জটিল ।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫
বোকা সোকা বলেছেন: দারুন....++++
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩০
বেকার সব ০০৭ বলেছেন: ভালো লাগলো পড়ে+++
প্রাচীন মিথ গুলোর কাহিনী পড়তে খুব ভালো লাগে