![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I believe that I have miles to go before I sleep.\nI feel extremely proud when I sense that I have the power to think, love
জানি সময় কখনো থেমে থাকে না, তবে মাঝে মাঝে নিজেকে থামিয়ে রাখতে হয়... একটু দেখতে হয় সময়ের গতিবেগ... ঠিক কতটুকু অতীত সরিয়ে রাখলে, কিংবা বর্তমানের কতটুকু দূরে রাখলে গতি ফিরে পাওয়া যায়। সময়ের সাথে যখন দৌড়াতেই হবে তখন একটু জিরিয়ে নিয়ে কিছু ঘাম ঝেড়ে ফেলে দিয়ে তবেই দৌড়ানো উচিৎ... সময় আর আমিই যেখানে মূখ্য সেখানে চারপাশ নিয়ে ভেবে কি লাভ..? আমি থাকি বা না থাকি চারপাশের সময় চারপাশের সবকিছুকে টেনে নিয়ে যাবে ঠিক যখন আমি ছিলাম না। স্বর্থপর কখনো কখনো হতে হয়। না হলে সময় ঠিকই শিখিয়ে দেয় । খুব বেশি ইতিবাচকতাও ক্ষতিকর। সবাইকেই ইতিবাচক ভেবে নেওয়া ঠিক না। তাই নেতিবাচক হতে হবে। ছুটতে ছুটতে ক্লান্ত হওয়ার আগেই একটু থেমে যাওয়া উচিৎ। সময়ের সাথে চারপাশ এগিয়ে যাক না। পিছন থেকেই দেখা যায় চারপাশের সব আসলে আমার জন্য কেমন। সামনে থাকলে মানুষের সামনের দিকটাই দেখা যায়। যা সে নিজের মাধুরী মিশিয়ে রঙিন করে রাখে। পিছন থেকেই মানুষকে বেশি করে পর্যবেক্ষন করা যায়। কারন সামনের দিক নিয়ে বেশি ব্যস্ত থাকায় পেছনেই তার আসল রূপটি অক্ষত থাকে। দূরে সরে থাকব কিছুদিন কিছু বছর কিংবা হয়তো আজীবন। অপ্রয়োজন যাদের তাদের অযথা সময় দেওয়ার বা ভাবার কিছু নাই, যাদের প্রয়োজন তারা ঠিকই খুঁজে নেবে। সময় দিয়েই সময়ের মানুষ খুঁজে নিতে হবে। অযথা চারপাশে ভালোমানুষি দেখাতে যেয়ে একদল অপ্রয়োজনীয় সময় খাদকের ভীড় বাড়িয়ে লাভ নেই। হারিয়েই মানে লুকিয়েই তবে যাই এক মঙ্গোলময় সময়ের প্রত্যাশায়.....
২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৩
েমাঃ মামুনুর রশীদ (রাজীব) বলেছেন: ধন্যবাদ...
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
নুর ইসলাম রফিক বলেছেন: অযথা চারপাশে ভালো মানুষি দেখাতে যেয়ে একদল অপ্রয়োজনীয় সময় খাদকের ভীড় বাড়িয়ে লাভ নেই।
সত্যিই লাভ নেই।