নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক নই আমি। কোন চলচ্চিত্র দেখা মাত্র মনের কথা গুলি লিখে ফেলি আর কি।

রাজিন

আমি অসাধারণ মায়ায় আবৃত সাধারণ একজন মানুষ

রাজিন › বিস্তারিত পোস্টঃ

রাজিন রিভিউ: Tamasha

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪১


মুভিটির ট্রেলারে একটি কথা ছিল:”সেই কাহিনী আরেকবার …”। তখনই বুঝছি নির্দেশক সব গোবেচারা দর্শকদেরকে জাহাজে চড়াবে। তারপর কক্সবাজারের পাড় ঘেঁষে যাবে আর বলবে:”ঐ যে কলাতলী পয়েন্ট … ঐযে লাবণী পয়েন্ট ... ঐযে …”। তখন সবাই একসাথে হাই তুলতে তুলতে বলবে “শৈবাল …” আর মনে মনে মুভিটিকে “শৈ” বাদ দিয়ে বিশেষণ দিবে।
কিন্তু ঠিক তখনই জাহাজটি যদি একটি সাবমেরিন হয়ে যায় এবং গভীর সমুদ্রের ঝাঁপ দিয়ে বিরল সব দৃশ্য দেখায় তখন বলতেই হবে জাহাজের কাপ্তানের জবাব নেই। সেরকমই বলতে হয় “তামাশা” মুভির নির্দেশক ইমতিয়াজ আলী সম্পর্কে।

কাহিনী জানা যাক। মুভির নায়ক “বেদ” (রণবীর কাপুর) এবং নায়িকা “তারা” (দীপিকা পাডুকোন) । ঘুরতে আসে ফ্রান্সের দ্বীপ কর্সিকাতে। দুজনের দেখা হওয়ার সাথে সাথে তারা ঠিক করে একে অপরকে নিজেদের সম্পর্কে কিছুই বলবে না এবং ঘুরাঘুরি শেষ হতেই নিজনিজ ঠিকানায় ফেরত। কেউ কখনও আর অপরের সাথে দেখা করবে না। যেইভাবা সেইকাজ। ঐ ঘটনার ৪ বছর পরেও তারার মনে বেদের জন্য অন্যরকম আকর্ষণ। সে খুঁজে বের করে বেদকে । কিন্তু দেখে এই ছেলে তো সেই কর্সিকার ছেলেটি নয়। হতেই পারে না …। সে কী নাটক করছে? কোন তামাশা?

ইমতিয়াজ আলীর চিন্তা-ভাবনা দেখে পুরাই টাশকি খাইসি। মুভিটি রোমান্টিক হতে হতে পুরাই অন্য মুভি হয়ে গেল। “এ পৃথিবীর রঙ্গমঞ্চে সবাই আমরা অভিনেতা”- এই ব্যাপারটি খুবই সূক্ষভাবে, বলা যায় শুধুমাত্র নির্মাণের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মুভিটির অনেক দৃশ্যই তালি পাওয়ার যোগ্য। উদাহরণস্বরুপ তুম সাথ হো গানটির দৃশ্যায়ন এতটাই মারাত্মক যে গানটি শুধুমাত্র গান থাকে না হয়ে যায় মুভির সেরা দৃশ্য।

মুভিটির সবচেয়ে সেরা দিক হলো যে পর্দায় বলতে গেলে শুধু রণবীর এবং দীপিকাকেই দেখা যায়। দারুন এক জুটি। উত্তম-সুচিত্রা, অমিতাভ-রেখা, অনিল-মাধুরী, শাহরুখ-কাজল, ... এই সকল দিগ্বজ জুটিদের তালিকায় তাদের নাম আসা সময়ের ব্যাপার। ফাটাফাটি অভিনয় দুজনের। পুরাই মাতায় দিসে। নিজেদের মধ্যে ব্যক্তিগত সমস্যা থাকা সত্ত্বেও একসাথে কাজ করে ফাটায় ফেলানো বাড়ীর কাছের কথা না।


দীপিকা ইতিমধ্যে বলিউডের সেরা অভিনেত্রী। দীপিকার চরিত্রটি প্রথমদিকে প্রধান চরিত্র মনে হলেও পরেরদিকে রণবীরের চরিত্রটিই প্রাধান্য পায়। কিন্তু রণবীরের কষ্ট দেখে তার যে মনের কষ্টটি দারুণভাবে ফুটিয়ে তুলেছে দীপিকা।

রণবীর কাপুরের এটি সেরা অভিনয়। খুবই কঠিন একটি চরিত্র। কীভাবে যে করেছে চিন্তা করাটাই কঠিন। অনেক দৃশ্যে তেমন কোন সংলাপ নেই। তবুও শুধুমাত্র অভিনয়ের জোরেই পুরাই তাক লাগায় দিসে। রণবীর কাপুরকে হয়তো বলিউডের সেরা নায়ক বলা যাবে না তবে নিঃসন্দেহে অন্যতম সেরা অভিনেতা বলতেই হবে।

এছাড়া সহ অভিনেতাদের মধ্যে রণবীরের ছোটবেলার চরিত্রে শিশু-শিল্পী দারুণ করেছে ( নাম খুঁজে পাইনি)। মুভিটির গানগুলি বেশ ভালো তবে “তুম সাথ হো” গানটি ফাটাফাটি লেভেলের।

মুভিটির খারাপ দিক হিসেবে বলতে হবে যে প্রথম দিকের কিছু দৃশ্য পুরাই পাগলা কিসিমের। আজকাল কার হিন্দী মুভির মতো মাথা না খাটিয়ে এটি দেখা যাবে না। যারা মনে করেন মুভি মানে আইটেম সং এবং রান্না মানে ঘুটা দেওয়া তাদের জন্য এই মুভি দেখা নিষেধ।

মুভিটি বেশ ভালো হওয়া সত্ত্বেও মানুষের প্রশংসার চেয়ে নিন্দাই বেশি পাচ্ছে ইমতিয়াজ আলীর তামাশা। সবার একই অভিযোগ:”বোরিং”। আমার মতে পরিচালক আসলে বোকা। মাঝে মাঝে সানি লিওনের সিন কাইটা দিয়া দিলেই হইতো। মুভিটির ব্যবসার শুরু দারুন হলেও কতদুর যাবে বলা মুশকিল।

এক কথায় আমার কাছে দারুন লেগেছে। তবে অনেকের কাছেই বোরিং লাগতে পারে।

রেটিং – ৪ / ৫

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

বাক স্বাধীনতা বলেছেন: হবে না।

২| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

অতঃপর হৃদয় বলেছেন: :D

৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

আবু শাকিল বলেছেন: মুভিটা দেখার ইচ্ছে রইল।
ধন্যবাদ।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যথারীতি আপনার অন্যান্য রিভিউয়ের মতই অনবদ্য হয়েছে। এইছবি অতি অবশ্যই দেখব, ইমতিয়াজ আলী-রনবীর জুটির সাথে দীপিকা বলে কথা ;)

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮

রাজিন বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

লিও কোড়াইয়া বলেছেন: যেহেতু একবারই দেখবো, ভালো প্রিন্ট বের হলে দেখবো। ইমতিয়াজ আলির সিনেমাগুলা এমনই হয়। দেখে অভ্যেস আছে।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

অপর্ণা মম্ময় বলেছেন: রিভিউ মন মতো হয়নি। এখানে সিনেমার কাহিনী সম্পর্কে তো কিছুই জানা গেলো না !
শুরুর লেখাটা ভালো হয়েছে

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮

রাজিন বলেছেন: ভাবলাম স্পয়লার দেয়া হয়ে যাবে এজন্য কাহিনী বেশি বললাম না।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

খোলা মনের কথা বলেছেন: আজ রাতে দেখা হবে। তবে রিভিউটা ভাল লাগল

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯

রাজিন বলেছেন: ধন্যবাদ

৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭

সুমন কর বলেছেন: রিভিউ পড়ে গেলাম, মুভিটি দেখবো।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

Ali Khan Russell বলেছেন: আমার মতামত - বলতে গেলে পুরো ছবিটা-ই বোরিং।
পুরা ছবিতে সর্বোচ্চ ১০ মিনিট ভালো লাগতে পারে।
বাকি সময় ভাল লাগার মতো কিছু খুজে পেলাম না।
ভাল লাগার মতো কিছু-ই না।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//নিজেদের মধ্যে ব্যক্তিগত সমস্যা থাকা সত্ত্বেও একসাথে কাজ করে ফাটায় ফেলানো বাড়ীর কাছের কথা না।//

এখানেই ওদের পেশাদারিত্ব।


আর রণবীর কাপুর? ওর প্রথম সিনেমা (রকস্টার) দিয়েই তো ও নিজেকে চিনিয়ে দিয়েছে! জিনিয়াস!

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯

রাজিন বলেছেন: এদের দুজনের পেশাদারিত্ব আসলেই শিক্ষনীয়।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

শতদ্রু একটি নদী... বলেছেন: লিস্টে রাখলাম দেখবার, ডাউন দিছি। :)

১২| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

রেজা এম বলেছেন: পুসটো ++++++++++++

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০

রাজিন বলেছেন: ধন্যবাদ

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

রক্তিম দিগন্ত বলেছেন: সত্যি কথা বলতে, আমার মুভির ট্রেইলারই ভাল লাগে নাই। অবশ্য হাসছি প্রচুর ট্রেইলার দেইখা!
তবে, মুভির সাথে ভাল ভাল কিছু নাম জড়িয়ে আছে তো - মুভিটি ভালই হবে মনে হইতেছে আমার।

রনবীরের রকস্টারের ট্রেইলারও ভাল ছিল না। বারফিরও না। এইটারও না।

ধারাবাহিকতা ধরে রাখলে - এইটাও রনবীরের সেরা মুভিগুলোর একটা হবে। আর এই জুটিটাকেই ভাল লাগে। অন্তত দেখতে মানায় এদেরকে।

ভাল রিভিউ দিলেন।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০

রাজিন বলেছেন: ধন্যবাদ

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গানটার কথা শুনে দেখতে ইচ্ছে হচ্ছে ।

১৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১২

আরণ্যক রাখাল বলেছেন: রিভিউ ভাল লেগেছে। দেখতে পারি।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

রাজিন বলেছেন: ধন্যবাদ

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪

সোহানী বলেছেন: রাজন রিভিউ মানে কানটা ধরে আরেকটা মুভি দেখানো.................


+++++++++++++++++++++

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

রাজিন বলেছেন: অনেক ধন্যবাদ

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ। লিংক দিলে আরো ভাল হতো :)

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

রাজিন বলেছেন: watch tamasha লিখে সার্চ দিলেই প্রচুর লিংক পাবেন।

১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: কাহিনিকে অপ্রয়োজনীয় ভাবে টানা হয়েছে ।

১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৭

অস্পষ্ট নিয়ন আলো বলেছেন: দেখতে হবে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.