![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্পৃশ্য আমি..
নির্জলা মেঘের মত
বায়বীয় প্রেমের মত
পথভ্রষ্ট পথিক যেমন কল্পনায় তার পথ হাতড়ে বেড়ায়,
তেমনি তার কল্পনার মত।
নিশীথ সূর্যের মত
গন্ধহীন রোদের মত।
অস্পৃশ্য আমি..
ভালবাসা কি তা জানার আগ্রহ বা প্রথম প্রেমের অনুভূতির মত
কবির কাব্যের মত
বৃত্তের কেন্দ্রের মত
প্রেমিকের কষ্টের মত
নীলাভ বেদনার মত
অস্পৃশ্য আমি।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১
খেলাঘর বলেছেন:
আপনি কি 'সেলফিস' বলতে স্বার্থপর বুঝায়েছেন, নাকি 'উপকুলের মাছ' (shell fish) বুঝায়েছেন?
৩| ১৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৩
একজন সেলফিস বলেছেন: আপাতত স্বার্থপর! ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৮
খেলাঘর বলেছেন:
অভিমান, ভালোবাসার অভিমান?