![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন বৃষ্টি হয়েছিল
তুমি উৎসুকচিত্তে বলেছিলে
"দেখ দেখ বাইরে বৃষ্টি হচ্ছে"
আমি বলেছিলাম "ভিজবে নাকি??
তাহলে চল দুজন একসাথে ভিজি।"
তুমি সেদিন আসনি, আসনি আর কখনই,
তারপর অনেক সময় গড়িয়ে গেছে, অনেক বৃষ্টি হয়েছে।
আমার আর বৃষ্টিতে ভেজা হয়নি।
এখন আকাশে মেঘ দেখলেই ভয় করে, মনেহয় আবার বোধহয় হারানোর সময় হলো।
এখন বৃষ্টি বলতে আমি বুঝি আকাশের কান্না, অনেকটা আমার মত।
তবুও চাতকের মত পথপানে চেয়ে রই।
সুদীর্ঘ সে পথ.....
©somewhere in net ltd.