নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেলফিস ব্লগ

একজন সেলফিস

নাই

একজন সেলফিস › বিস্তারিত পোস্টঃ

জীবন আমার,কপাল আমার

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৮

বেসেছিলাম ভালো এক সুন্দরী নারীকে
ভেবেছিলাম চিরসথী করবোই তাকে
সেই রমনী আজ অন্যের ঘরনী
আমি জ্যামে আটকা বিজয় স্বরনী
কি করবো কপাল আমার।।

ভেবেছিলাম ছোটখুকি বড় হলে পরে
লাল শাড়ি পড়িয়ে পাঠাবো স্বামীর ঘড়ে
সেই ছোটখুকি আজ অনেক বড় হয়েছে
নিজের ভালো সে নিজেই বুঝতে শিখেছে
কি করবো কপাল আমার।।

নিয়েছিলাম ছোটখাট একটি চাকুরী
দু'চোখে স্বপ্ন ছিল বানাবো নিজের বাড়ি
স্বপ্ন আজও শুধু স্বপ্নই আছে
আয়নাতে চেয়ে দেখি কিছু চুলও পেঁকেছে
কি করবো কপাল আমার।।

সারারাত জেগে ছিলাম
আশা আসবে নতুন ভোর
কোথায় সে ভোর চারদিকে তো আধার
ঘড়ির দিকে চেয়ে ভ্যাবাচ্যাকা খাই
বুঝলাম এটা মেঘেদের কাজ কিচ্ছু করার নাই
কি করবো কপাল আমার।।

ধরেছিলাম কলম লিখব কবিতা গান
আমার কালিতে খেলে উঠবে নতুন প্রাণ
লিখতে গিয়ে দেখি কলমে কাঁলি নেই
কবি হওয়ার সাধ আমার ঘুঁচে গেল নিমেষেই
কি করবো কপাল আমার।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৭

ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর হয়েছে।

২| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০১

একজন সেলফিস বলেছেন: ধন্যবাদ, অনুপ্রাণিত হলাম।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.