![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বায়নের মুক্তবাজারে
কবে যে নিজের বিবেকটাকে নিলামে তুলেছি জানিনা
তবে এটুকু জানি আমি একা নই
পথ হারিয়েছে তার নিজস্বতা
বায়ু হারিয়েছে তার গতিবিধি
ফুল হারিয়েছে তার সুগন্ধ
প্রকৃতি হারিয়েছে তার কোমলতা
গাধারা আজ বিবেকবান
মানুষ শুধু বলীয়ান
অন্ধেরা আজ দেখায় পথ
সত্যের নেই অবস্থান
মৃত্যুর ভয়ে বৃথা জন্ম
দাঁড়িপাল্লায় পাপপুণ্য
রাজ্যহীন রাজার ভয়ে
প্রজারা আজ ঘরশূন্য
কালসাপের কালো বিষে
সমাজটাকে খাচ্ছে চুষে
ওঝারা শুধু তাবিজ বেঁচে
সাপ তাড়ানোর বালাই নেই!!
০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬
একজন সেলফিস বলেছেন: ধন্যবাদ, অনুপ্রাণিত হলাম।।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৩২
ধ্রুবক আলো বলেছেন: খুব প্রতিবাদী টাইপ, বেশ সুন্দর লিখেছেন +