নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেলফিস ব্লগ

একজন সেলফিস

নাই

একজন সেলফিস › বিস্তারিত পোস্টঃ

কোটা

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ২:১৯

#কোটা
আজকের এই বাংলাদেশের সৃষ্টিতে মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য।
মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকেই শহীদ হয়েছেন অনেকে পঙ্গুত্ব বরন করেছে, তাদের যদি আমি প্রথম প্রজন্ম ধরি তারা তাদের দ্বিতীয় প্রজন্মের জন্য সার্টিফিকেট ছাড়া তেমন কিছুই রেখে যেতে পারেননি।
এ পর্যন্ত কোটা গ্রহণযোগ্য।
কিন্তু তৃতীয় প্রজন্ম পর্যন্ত এ প্রথার আদৌ কি কোন প্রয়োজন আছে?

#reform_quota_bd

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জাতায় সংসদের মুক্তিযোদ্ধাও তাদের সন্তানদের জন্য ২০০ আসন সংরক্ষিত রাখা হোক। এটা তাদের হক। কিন্তু চাকরির বাজারে এই সব কোটা সাধারণ মানুষের হক মেরে খাবার সামিল। কোটা প্রথা চাই না। বাতিল করা হোক।

২| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫০

নীল আকাশ বলেছেন: কোটা সপক্ষে যারা কথা বলেছে মুক্তিযোদ্ধাদের নাম ভান্গিয়ে, তারা সবাই হলো ১৭ই ডিসেম্বের ধান্দাবাজ মুক্তিযোদ্ধাধারী বাটপারদের বংশধর।

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৫

একজন সেলফিস বলেছেন: মুক্তিযোদ্ধা এবং ধান্দাবাজ শব্দ দুটি একসাথে যায় না

৩| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: মতিয়া চৌধুরী অান্দোলনকারীদের 'রাজাকারের বাচ্চা' বলে গালি দিলেন!

বি: দ্র: অামাদের এখন নতুন করে মুক্তিযোদ্ধার সংজ্ঞা শিখতে হবে।

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৭

একজন সেলফিস বলেছেন: "অামাদের এখন নতুন করে মুক্তিযোদ্ধার সংজ্ঞা শিখতে হবে"
শিখবো.....কিন্তু কার কাছ থেকে /:)

৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০০

নীল আকাশ বলেছেন: "অামাদের এখন নতুন করে মুক্তিযোদ্ধার সংজ্ঞা শিখতে হবে" শিখবো.....কিন্তু কার কাছ থেকে /:)

কেন মতিয়া চৌধুরী কাছ থেকে ! আসল সাচ্ছা মুক্তিযোদ্ধা । শেখ হাসিনাল বিয়াই থেকেও শিখতে পারেন । উনি আবার সব থেকে ভালো জানেন।

২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

একজন সেলফিস বলেছেন: আমারও মনে হয় মতিয়া/ইনু ভালো বলেত পারবে

৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৯

ক্স বলেছেন: মুসলিম সমাজে সবচেয়ে সম্মানের বংশ হল সাইয়েদ বংশ। সাইয়েদ বংশ এতই সম্মানের আসনে যে এই বংশের কাউকে যাকাত দিলে যাকাত আদায় হবেনা বলে মুজতাহিদ্গণ মতামত দিয়েছেন।

বাংলাদেশী সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা। প্রজন্মের পর প্রজন্ম তারাও যাতে মানুষের কাছে সম্মানিত হন, তাই কোটা ব্যবস্থায় তাদের বড় শেয়ার রাখা হয়েছে। স্বল্পবুদ্ধি বাঙালির মাথায় এই সহজ ব্যাপারটা কেন যে ঢোকেনা!

২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

একজন সেলফিস বলেছেন: কোটা ব্যবস্থা সম্মানের!! আপনার বুদ্ধির বহর বোঝা যাচ্ছে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.