![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বেশ কয়েক বছর বিদেশ থাকার পর যখন দেশে ফিরে এসেছিলেন, বিমানবন্দরসহ সর্বত্র তাকে দেয়া হয়েছিল সংবর্ধনা। শেখ হাসিনার ইচ্ছা ছিল তার উত্তরসূরি হিসেবে তারপরে জয়ই হবেন দলের প্রধান। কিš' রাজনীতিবিদের কঠিন দায়িত্ব জয় কী পালন করতে পারবেন? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি যুক্তরাষ্টের জীবন যাপনে অভ্যস্ত এবং খুশি। যদিও বেশ কয়েকবারই তিনি সেখানে আইনের কঠিন আবদ্ধে ধরা পরেছেন। চলতি সপ্তাহে প্রকাশিত সাপ্তাহিক প্রোবে এ সংক্রান্ত একটি প্রতিবেদনের ট্রান্সক্রিয়েশন করেছেন ফয়সল আবদুলাহ ও সৈয়দ মাহ্মুদ জামান। ( আমাদের সময়)
মাতাল হয়ে গাড়ি চালানো, অবৈধ অস্ত্র এবং জয়
মার্কিন যুক্তরাষ্ট্রে জীবনযাপন জয়কে খুব একটা পরিবর্তন করতে পারেনি। তার চরিত্রিক বৈশিষ্ট্যের বেপরোয়া ভাব বার বার ফিরে এসেছে তার জীবনে। বিভিন্ন রেকর্ড খুঁজে দেখা গেছে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়েছে।
তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে মাতাল হয়ে গাড়ি চলানো, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, রাডার ডিটেকশন ডিভাইসের অবৈধ ব্যবহার এমনকি অবৈধ অস্ত্র রাখা। এসব কৃতকর্মের জন্য তাকে কারাবাসও করতে হয়েছে, মোটা অংকের জরিমানাতো আছেই। শেখ হাসিনা যদি দলের ভবিষ্যৎ নেতা হিসেবে চিন্তা করে থাকেন, তবে জয়ের চেয়ে অনুপযুক্ত প্রার্থী তিনি পাবেন না।
জয় মূলত অরাজনৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে চলেছেন। তিনি বাড়িতে জনসাধারণের ভিড় একেবারেই পছন্দ করেন না। তাছাড়া রাজনীতির প্রতি তার অপছন্দও তিনি প্রকাশ করেছেন। আগ্রহ বা কৌতূহল নিয়ে শেখ মুজিবের নাতির সঙ্গে দেখা করতে আসা অনেকের সঙ্গেই জয় অবজ্ঞাপূর্ণ আচরণ করেছেন।
যুক্তরাষ্ট্রে বসবাস করতে গিয়ে বাংলাদেশের সঙ্গে আপাত কোনও সম্পর্ক জয় রাখেননি। তার মার রাজনৈতিক দলটির প্রতিও তার কোনও আসক্তি ল করা যায়নি, এমনকি দেশে তার পরিবারের সঙ্গে বসবাস করার ইচ্ছাও তার ছিল না।
জয়ের জীবনে প্রেম ও বিয়ে
শেখ হাসিনার শাসনামলে (১৯৯৬-২০০১) স্কুল জীবনের এক বান্ধবীর সঙ্গে জয়ের বাগদান হয়। কনে ভারতের এক শিখ পরিবারের মেয়ে। শেখ হাসিনা সরকারি সফরের নামে লন্ডনে গিয়েছিলেন বিয়ের কথা পাকা করতে। সঙ্গে গিয়েছিল আÍীয়-স্বজন ও পারিবারিক বন্ধু-বান্ধব। আরও সঙ্গে নিয়েছিলেন ঢাকার বিখ্যাত ফখরুদ্দিন বাবুর্চির সহকারীদের। তবে তার একমাত্র শর্ত ছিল মেয়েকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। কিš' সেই মেয়ে এতে অস্বীকৃতি জানায়। মানসিকভাবে বিপর্যস্ত শেখ হাসিনা সেদিনই সকল অনুষ্ঠান বাতিল করে দেন। তিনি সারাদিনই হোটেলের কে নিজেকে আবদ্ধ করে রাখেন এমনকি কারও সঙ্গে কথাও বলেননি। বিয়ের সেই অনুষ্ঠান আর হয়নি। কোনও অনুষ্ঠান না হওয়ায় অতিথিরা বিরিয়ানি না খেয়েই ঢাকায় ফিরে আসেন।
জয় বর্তমানে মার্কিন নাগরিক ক্রিস্টিন অ্যান ওভারমাইন ওরফে ক্রিস্টিনা ওয়াজেদের সঙ্গে বিয়ের বদ্ধনে আবদ্ধ। ২৬ অক্টোবর ২০০২ সালে যুক্তরাষ্ট্রে তাদের বিয়ে হয়। জনৈক রিচার্ড ডি লুমিসের সঙ্গে আগে ক্রিস্টিনের বিয়ে হয়েছিল বলে জানা গেছে। গুজব শোনা গিয়েছিল জয়-ক্রিস্টিনার তালাক আসন্ন। তবে সন্তান জন্মের কারণে সম্পর্কের টানাপোড়েন বা আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা সম্ভবত এখন আর নেই।
গ্রেফতার এবং অভিযোসমুহ
১৪ জুন ১৯৯৮, টেক্সাসের টারান্ট কাউন্টিতে জয় গ্রেফতার হন। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১২০ দিনের কারাবাস, ২৪ মাসের প্রোবেশন এবং ৫০০ ডলার জরিমানার আদেশ দেয়।
৬ ফেব্র“য়ারি ২০০৬, ভার্জিনিয়ার হ্যানোভার কাউন্টিতে গ্রেফতার হন জয়। তার বিরুদ্ধে বেপরোয়া গাড়িচালানো এবং বেআইনিভাবে রাডার ডিটেকটর সঙ্গে রাখার অভিযোগ আনা হয়। সাজা একদিনের হাজতবাস এবং জরিমানা।
১৯ মার্চ ২০০০, ভার্জিনিয়ার ফেয়ারপ্যাক্স কাউন্টিতে জয় গ্রেফতার হন। বিচারে অভিযোগ প্রমাণিত হলে আদালত তাকে ৩০ দিনের সাসপেন্ডেড কারাবাস সঙ্গে ১২ মাসের প্রোবেশন ও ৪০০ ডলার জরিমানা করা হয়।
এছাড়া ২৯ এপ্রিল ২০০১, ভার্জিনিয়ার রাপাহ্যানোক কাউন্টিতে এবং ২০ মে ২০০৪, আরলিংটন কাউন্টিতে বেপরোয়াভাবে গাড়ি চলানোর দায়ে অভিযুক্ত হন জয়। প্রতিটি ক্ষেত্রেই আদালতের খরচও জয়কেই বহন করতে হয়েছে।
মা ক্ষমতায় আসার পরই জয়ের পোয়াবারো
আওয়ামী লীগ মতায় আসার পর মা যখন প্রধানমন্ত্রী হলেন, তখুনি জয় ব্যবসা শুরু করলেন। তার ব্যবসা ছিল টেক্সাস ভিত্তিক ইনফোলিংক ইন্টারন্যাশনাল (নভেম্বর ’৯৮ থেকে মার্চ ’০১) এবং নোভা বিডি ইন্টারন্যাশনাল এলএলসি (মে ’৯৮ থেকে আগস্ট ২০০১) এর সঙ্গে। সমুদ্রতল দিয়ে ক্যাবল প্রজেক্টে নোভা বিডি ইন্টারন্যাশনালের এর মাধ্যমে তার সম্পর্ক গড়ে উঠেছিল SEAMEWE-৪ -এর সঙ্গেও। কোনো এক মাহবুব রহমানকে সঙ্গী করে জয় টাইকো কম্যুনিকেশনের (ইউএসএ) সঙ্গেও যুক্ত ছিলেন।
২০০৫-এর মার্চে জয় ওয়াজেদ কনসাল্টিং ও সিম গোবাল সার্ভিস নামের আরও দুটো কম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। তবে তা হয়েছিল আওয়ামী লীগের মতা চলে যাওয়ার পর। মজার বিষয় হল, এ দুটো কোম্পানির বার্ষিক বিক্রয়ের পরিমাণ দেখানো হয়েছিল ৬১ হাজার ও ৩৫ হাজার ডলার। তারপরও জয় ২০০৬-এর ১২ মে তার নিজের নামে ৩৮১৭ বেল ম্যানর কোর্ট, ফলস চার্চ, ভার্জিনিয়াÑ এ ঠিকানায় ১০ লাখ ডলার দামের একটি বাড়ি কেনেন। এমনকি সেই বাড়ির মালিকানায় তার স্ত্রীর নাম ছিল না। তিনি ২ লাখ ডলার নগদ ও বাকি টাকা কিস্তিতে পরিশোধ করেন। বাড়ির আসল মূল্য লুকাতে এখানে চতুরতার পরিচয় দিয়েছেন জয়। তার আগে অবশ্য জয় তার স্ত্রীসহ যৌথ মালিকানায় ৭ লাখ ৪৯ হাজার ডলার দিয়ে যুক্তরাষ্ট্রে আরেকটি বাড়ি কিনেছিলেন।
ব্যবসা যেন এক কাপ চা
শেখ হাসিনা মতায় আসার পর জয়ের বোন সায়মা ওয়াজেদ হোসেনের (পুতুল) স্বামী খন্দকার এম হোসেনও যুক্তরাষ্ট্রে ব্যবসা শুরু করেন। তবে কয়েক বছরের মধ্যেই তিনি তার ব্যবসা গুটিয়ে নেন। তার ব্যবসাগুলোর মধ্যে উলেখযোগ্য ছিল, বাংলাদেশ মেটাল এন্ড পাইপস ট্রেডিং কর্পোরেশন, সোনালী ইনকর্পোরেশন, ডগস হোলসেল ইনক, আফসানা ইনক, এবং জাম্পি কর্পোরেশন। মনে হতে পারে, তাদের দুজনের (জয় ও খন্দকার এম হোসেন) কাছে ব্যবসাটা এক কাপ চায়ের মতোই। তবে দুজনের কেউই ব্যবসায় খুব একটা অর্থের মুখ দেখেননি। অথচ ব্যবসায় দুজন আর্থিক সঙ্কটে ভূগেছেন, এমনটাও শোনা যায়নি। হয়তো বা মায়ের আশীর্বাদেই।
যুক্তরাষ্ট্রে পুতুল ও তার স্বামীর তিনটি বাড়ি
সায়মা ওয়াজেদ হোসাইন, ডাক নাম পুতুল। শেখ হাসিনার কন্যা ও জয়ের ছোট বোন। স্বামী খন্দকার মাহাবুব হোসেনের সঙ্গে যুক্তরাষ্ট্রে তার উলেখযোগ্য পরিমাণে সম্পদ রয়েছে। হুট করে নয়, বিভিন্ন সময়ে ধীরেসুস্থেই তারা একটি একটি করে সম্পদের মালিক বনেছেন। আর এ কারণেই সব সময় আলোচনা-সমালোচনার আড়ালে থেকেছেন তারা। ব্যবসায়ে লাভের পরিমাণ নামমাত্র দেখালেও পুতুল ও তার স্বামী খন্দকার মাহাবুব বাড়ি কিনেছেন লাখ ডলার দিয়ে। তাও একটি নয়, যুক্তরাষ্ট্রের ফোরিডাতে তাদের দুজনের নামে রয়েছে তিনটি বিলাসবহুল বাড়ি।
৪৫৬ নর্থ বে পয়েন্ট ওয়ে, জ্যাকসনভিল, ফোরিডা। এটি একটি ছোট বাসভবন। মালিকানা পুতুল ও তার স্বামী দুজনেরই। ২০০৫-এর ১ নভেম্বর ২ লাখ ৪৫ হাজার ডলার ব্যয়ে তারা এটি মেরিল এন্ড প্রিসসিলা কিংয়ের কাছ থেকে কিনেছিলেন।
৮৪৫ ইয়র্ক ওয়ে, মেইটল্যান্ড, ফোরিডা। এটিও একটি ছোট পরিবার ঘরানার বাড়ি। মালিক দুজনেই। মূল্য ৩ লাখ ১১ হাজার ডলার।
২০৬৫ ডবলিউ ১১৯ এভিনিউ, মিরামার, ফোরিডা। এ ভবনটিরও মালিক স্বামী-স্ত্রী। কেনা হয়েছিল ’৯৮’র ২৮ অক্টোবর। বাড়িটির দাম তখন ছিল ১ লাখ ৫৪ হাজার ৩শ ডলার।
২| ১৭ ই জুন, ২০০৭ রাত ২:০৪
আশরাফ রহমান বলেছেন: মায়ের উপযুক্ত সন্তান বটে! দ্রুত জয়কে দেশে ফিরিয়ে এনে লাল দালানে রাখার ব্যবস্থা করা দরকার। ৫ দিলাম সেই সাথে প্রিয় পোষ্টে এড করে নিলাম।
৩| ১৭ ই জুন, ২০০৭ রাত ২:০৮
ভন্ডবাবা বলেছেন: সব আমার মত লোকরে ভাই
৪| ১৭ ই জুন, ২০০৭ রাত ২:২৯
ফয়সল বলেছেন: ভাই.. অনুবাদটা আমি করছি.. ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন....
৫| ১৭ ই জুন, ২০০৭ রাত ২:৩৫
ভন্ডবাবা বলেছেন: ফয়সল , বৎস তোমার নাম নাই ক্যান লেখাটায়? ভুয় পাও নাম দিতে?
৬| ১৭ ই জুন, ২০০৭ রাত ২:৪২
নুরা পাগলা বলেছেন: আকুন্দ মিয়া চোর কেডা আর মা কেডা ..
মিয়া পেপার পড়নি...
এইডা তো কাট পেস্ট ..
আমিও একটা করছি .. আমারে ধন্যবাদি দিবা না ..
৭| ১৭ ই জুন, ২০০৭ রাত ৩:০২
ফয়সল বলেছেন: ভায়েরা কালকের আমাদের সময় দেইখেন... আমি আপনাদের মাফ দোয়া দুইটা একলগে চাই....
৮| ১৭ ই জুন, ২০০৭ ভোর ৪:২৮
সোনার বাংলা বলেছেন: তরেক রহমান তাহলে এই জন্য ফুলের শুভেচ্ছা
জানিয়ে ছিলো! চোরে চোরে?
দুই খানকির দুই তিন পোলা এক মেয়ে!
৯| ১৭ ই জুন, ২০০৭ দুপুর ১২:৪৪
আশরাফ রহমান বলেছেন: প্রোব ম্যাগাজিনে প্রকাশিত এ লেখাটির ব্যাপারে হাসিনা,ওয়াজেদ কিংবা জয়ের কোন প্রতিক্রিয়া আসে নাই?
১০| ১৭ ই জুন, ২০০৭ দুপুর ১:৩২
রাজনীতিক বলেছেন: প্রতিক্রিয়া হয়ত একটা আসবে কিন্তু ঘটনা তো সত্য।
১১| ১৭ ই জুন, ২০০৭ দুপুর ২:০৮
সুধাসদন বলেছেন: হায়রে জয় ভাইজানের খবরো ফাস হইয়া গেল!!
১২| ১৭ ই জুন, ২০০৭ দুপুর ২:৩৪
এহহামিদা বলেছেন: .
১৩| ১৭ ই জুন, ২০০৭ বিকাল ৩:০৪
পথহারা বলেছেন: আওয়ামী অপশক্তি বিরুধীরা দয়া করে এটাকে টপে উঠান।
রাজনীতিক ভাইরে লাল গোলাপ শুভেচ্ছা পোস্টের জন্য। ৫
১৪| ১৭ ই জুন, ২০০৭ বিকাল ৩:০৯
মদন বলেছেন: এভাবে ঠক বাছতে গেলে দেশে ভাল মানুষ পাবেন না। সবাই জড়িত...
১৫| ১৭ ই জুন, ২০০৭ রাত ৮:৫১
রাজনীতিক বলেছেন: আওয়ামী অপশক্তি বিরুধীরা দয়া করে এটাকে টপে উঠান।
পথহারা, আপনার এ আহবান সবার কানে পৌছুক।
১৬| ১৭ ই জুন, ২০০৭ রাত ৯:০৯
এস্কিমো বলেছেন: তাইলে প্রোব ম্যাগাজিন সত্য কথা বলে?
১৭| ১৭ ই জুন, ২০০৭ রাত ৯:৫৯
রাজনীতিক বলেছেন: হ, শুরু করছে সত্য কথা কওন হাসিনা পরিবাররে দিয়া। এক্সিমো
১৮| ১৮ ই জুন, ২০০৭ রাত ২:৩৬
রাজনীতিক বলেছেন: এভাবে ঠক বাছতে গেলে দেশে ভাল মানুষ পাবেন না। সবাই জড়িত
মদন আপনার এ মন্তব্যের প্ররতিবাদ জানাই। দেশে অহনো ভালা মানুষ আছে।
১৯| ২১ শে জুন, ২০০৭ রাত ৩:৩৬
নয়া সুশীল সমাজ বলেছেন: জয়ের পোস্ট টপে উঠবো না তো তারেকের পোস্ট উঠবো? জয়ের জয় হোক, দেশটা তার হোক,গণভবনটা হাসিনার হোক, দেশটার নাম বঙ্গবন্ধু হোক।
২০| ২১ শে জুন, ২০০৭ ভোর ৪:০২
মইন বলেছেন: জয় ভায়ের ডর নাই,
তারেক ভায়ের ফাসি চাই।
২১| ২১ শে জুন, ২০০৭ ভোর ৬:১২
ভ্রাণ্ত পথিক বলেছেন: I just Google over his property address, here are some interesting stuff I found out about his property.
Property Address: 3817 BELL MANOR CT, FALLS CHURCH, VA 22041
Total Taxes: $3,115 Yearly
Tax Year: 2006
Lot AC/SF: .31/13,479
Year Built: 2006
Tax ID: 61-4-47- -9
Total Tax Value 2007:- $709,000
Dumb ass lost over $300,000 in one year. Bad investment (Way to go)
Just one thing it’s FAIRFAX not FAIRPAX ..
Faisal, nice work!! ………..Keep on Rolling…………
২২| ২২ শে জুন, ২০০৭ রাত ১০:২১
কলাবাগান বলেছেন: "dumb ass lost $300,000". Those dumb asses who do not live in the USA do not know the assessed tax value of a property. Counties for tax purpose always assess almost 25-30% lower market value of a property. At least there is no shady deal there as all the info including source of money are open. Come to the USA and try to buy a house with "black" money. The system will turn you over to FBI.
Anyway, Jamati bhaira... See the rejoinder about the article in the Amader Somoy. The Editor himself apologied for the article on Joy.
২৩| ২৩ শে জুন, ২০০৭ রাত ১:৩৪
তেলাপোকা বলেছেন: এর চেয়ে বেচারারে জুতাপেটা করলেও ভালো হইতো। মুখে ছিপি আটকায়না কেনো ছ্যাক হাছিনা?
২৪| ২৩ শে জুন, ২০০৭ রাত ১:৪৪
রাজনীতিক বলেছেন: আমাদের সময় চাপে পইড়্যা ক্ষমা চাইলে কি হইবো?তারা তো খবরটা ছাপছিল প্রোব ম্যাগাজিন থাইক্যা। তারা কি মাফ চাইছে? আর এসব দুর্নীতি আমলীগের জন্য নতুন কিছূ? গতকাল তো শেখ সেলিম ১৬৪ ধারায় ৩ কোটি টাকা চাদাবাজির ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিছে।
২৫| ২৩ শে জুন, ২০০৭ দুপুর ১২:২৯
ভ্রাণ্ত পথিক বলেছেন: KalaBagan Bro, you are right about Tax assessment value, what I was trying to say he bought his house for $996,875 on 15-May-2006. Currently it’s for rent $6,400 a month, he just put his house in the market today. He is been paying mortgage over a year. In current US housing market he didn’t get da best deal of his life, you have to admit that. You wanna buy a house in his neighborhood you can get it lot less then what he paid for. I am sure your DUMB ASS knows dat. Now you should know that most properties selling in Fairfax and Arlington County, current market prices are around tax assessment value.
For your info most of my life I’ve been living in Fairfax and Arlington County, I know about Arlington and Fairfax much as I know about Dhaka. Pls don’t try to teach us about county assessment value in US. I bought my first house when I was 20 years old, I know how it works. No money down payment started late 90s early 2000s.
Everyone knows that as long you have a good credit you can buy a house no money down. You said you never heard anyone paid cash for buying a property. Do your research you can do lotta things in US paying cash, as long you are not taking money out of States, especially when you are a foreign investor. Are you trying to tell me all our politicians who invested money in US they all wanted by FBI?
What we know he put $200,000 down payment. Tell me when was the last time your Dumb Ass put 200Gs down payment for an investment property and keeping that house over a year? I am sure you have been living in States for awhile and also own houses. As you know I know dat 200Gs cash not a joke in US unless you hit the jackpot.
If you really have dat kinda money I’ll be your best friend
I really don’t know any honest Bengali politician (included family members). Let me know if you know anyone.
p.s I didn’t mean to hurt your feelings…………. Smile bro ---- Khaledha, Hasina they all going down soon or later………Stop kissing Asses
২৬| ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১২
সুধাসদন বলেছেন: জয় হাসিনা তনয়।
২৭| ২০ শে মার্চ, ২০১০ দুপুর ২:৫২
সাপিয়েন্স বলেছেন: Click This Link
Sajeeb Wazed’s Experience
* President, Wazed Consulting, Inc. (Self-employed) (Self-Employed; Myself Only; Information Technology and Services industry) January 2002 — February 2007 (5 years 2 months)
* Customer Service Manager, Ecom Systems, Inc. (Privately Held; 11-50 employees; Information Technology and Services industry) March 2000 — October 2001 (1 year 8 months)
* Co-Founder, Mvion, Inc. (Privately Held; 11-50 employees; Computer Software industry) March 1998 — December 1999 (1 year 10 months)
* Computer Lab Manager, University of Texas at Arlington, (Educational Institution; 1001-5000 employees; Computer Networking industry) August 1994 — August 1997 (3 years 1 month)
* Technical Representative, Intelligent Trade Systems Ltd. (Privately Held; 1-10 employees; Computer Networking industry) May 1993 — April 1994 (1 year )
Sajeeb Wazed’s Education
* Harvard University Kennedy School of Government, 2007 — 2008
* The University of Texas at Arlington, B.Sc. , Computer Engineering , 1994 — 1997
* Bangalore University, B.Sc. , Computer Science, Physics, Mathematics , 1990 — 1993
________________________________________
কর্নাটকের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের এক এফিলিয়েটেড কলেজ থেকে বি, এস, সি। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজের মত। হতেই পারে, কিন্তু তিন বিষয়ে (কম্পু, পদার্থ, গণিত) মেজর !!! খটকা লাগল। আমি সেখানে ইমেইল পাঠালাম সত্যাসত্য জানতে - ইমেইল ফেরত এলো, সেই প্রতিষ্ঠানের নিজের দেয়া ইমেইল ঠিকানা অচল! জানি না কে বলতে পারবে।
হার্ভার্ডের মাস্টার্সটা খাঁটি, তবে প্রায় লাখ খানেক ডলার টুইশন ফি দিতে হয়। অনেক গরিব দেশের বড়লোক নেতাদের বাচ্চাদের সেখানে পড়াবার ব্যবস্থা আছে। একটা ডিগ্রী আর কিছু প্র্যাক্টিক্যাল জ্ঞান হলো প্রি-রিকুইজিট।
প্র্যাক্টিক্যাল জ্ঞান হলো, এক্ষেত্রে, পকেটে "আমি প্রধান মন্ত্রীর বিশেষ প্রতিনিধি" লেখা একটা কার্ড নিয়ে এখানে সেখানে ঘোরাঘুরি, নানা কাজে আসে।
গণক মিস্ত্রী নিজের কি সাফাই গাইলেন পরিষ্কার হলো না। তিনিই উইকিতে এই হাস্যকর পৃষ্ঠাকে প্রাণ দিয়ে সব রকম সম্পাদনার হাত থেকে বাঁচিয়ে রেখেছেন, নিজের উইকি-দায়িত্বের অপব্যবহার করে। সেখানে গিয়ে দেখতে পারেন, আলোচনা পৃষ্ঠাতে।
http://en.wikipedia.org/wiki/Talk:Sajeeb_Wazed
২৮| ২০ শে মার্চ, ২০১০ বিকাল ৩:০০
সাপিয়েন্স বলেছেন: দুঃখিত। ওপরের মন্তব্যটা মুছে দিন। এটা একটা সাম্প্রতিক পোস্টের জন্য উদ্দিষ্ট। সেখানকার লিঙ্ক থেকে এখানে চলে এসেছি, এবং ভুলে এখানে পেস্ট হয়ে গেছে।
২৯| ২৭ শে জুন, ২০১২ রাত ৩:১৪
কিংবদন্তী হাসিব বলেছেন: মইন বলেছেন: জয় ভায়ের ডর নাই,
তারেক ভায়ের ফাসি চাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০০৭ রাত ১:৫৪
হ্রী বলেছেন: একেই বলে চোরের মার বড় গলা।
ধন্যবাদ information এর জন্য্।