নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা

রাজন৯৩৩

আিম একজন বস্তববাদী সৎ মানুষ

রাজন৯৩৩ › বিস্তারিত পোস্টঃ

তাদের বিচার কে করবে?

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

মুক্তিযুদ্ধের চেতনা, গণজাগরন মঞ্চ, যুদ্ধাপরাধীদের ফাঁসি, তত্বাবধায়ক সরকার, নেতা কর্মীদের মুক্তি, দেশের সম্পদ রক্ষা, ধর্ম রক্ষা, মানবাধিকার রক্ষা ইত্যাদি ইত্যাদি নানান ইস্যু নিয়ে দেশের কোটি মানুষের ঘুম হারাম হয়ে গেছে। অথচ, সাভারের মতো আরও কত পোষাক শিল্পের ট্রাজেডীর কূল-কিনারা নিয়ে কোন জোরালো প্রতিবাদ হয় না কেন? কেন ঐসকল মজদুর দের জন্য মাস ব্যপী, আমরণ অনশন হয় না? তাদের মাথার ঘাম পায়ে ফেলা শ্রমের বিনিময়ে দেশের পুরো অর্থনীতি আগলে রেখেছে। কেন তাদের জীবনের মূল্য কয়েক হাজার টাকায় ফয়সালা করা হয়? কেন তাদের জীবনের জন্য হরতাল, অবরোধ হয় না? কেন মহামান্য আদালত স্বপ্রনোদিত হয়ে রুল জারি করে না? কেন দেশের প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করে? কেন প্রশাসন উর্দ্ধতন কতৃপক্ষের আদেশের অপেক্ষা করে? আমার কিছুই করার নেই, শুধু গাধার মতো প্রযুক্তির মাধ্যমে কিছুটা ক্ষোভ জানানো ছাড়া। আবার কাল সকালে নিজের রুটির জন্য কর্মক্ষেত্রে ফেরত যেতে হবে। কিন্তু এসকল দ্বায়িত্বে যারা নিয়োজিত আছেন, যাদের কুস্বার্থের বলি হচ্ছে আমার শ্রমিক ভায়েরা, তাদের বিচার কে করবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.