| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন, কোটাবিরোধী বিক্ষবকারীদের মাঝে যারা ভাংচুর করেছে, তাদের পিএসসির সকল চাকরীর জন্য অবাঞ্চিত করা হবে। যদি তার এই বক্তব্য একজন প্রধান মন্ত্রীর মতোই হয়ে থাকে, তবে দেশের জন্য সেটা খুবই কল্যান বয়ে আনবে। কারন মেধাবী নিঃপাপ বঞ্চিত নিরিহ শিক্ষার্থীরা যদি তাদের অধিকারের জন্য আন্দোলন করে এই খড়গে পড়ে, তবে প্রধানমন্ত্রীর বড় শক্তি ছাত্র-যুব-স্বেচ্ছাসেবক-তাতী-ইত্যাদি ইত্যাদি লীগ গত কয়েক বছরে সারা দেশব্যপী যে হানাহানি, কাটাকাটি, যৌন হয়রানি, অস্ত্রবাজি করেছে, তাতে তাদের তো এদেশের নাগরিকত্ব ই কেড়ে আফ্রিকার বনে নির্বাসিত করা উচিত। এটাই আমাদের দূর্ভাগ্য, আমরা নিজেরা এক মুর্খ আমাদের শাসকেরা আরও বেশী মুর্খ। কার উন্নতি কে করবে? কার বুঝ কে বুঝবে? সবাই শুধু আছে মরিচিকা নিয়ে.............
©somewhere in net ltd.