| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৪ নভেম্বর ছিল আমাদের সংবিধান দিবস। ১৯৭২ সালে গণপরিষদে এটি গৃহিত হয়। এবং এই দিনটিকে আমাদের সংবিধান দিবস হিসাবে ঘোষনা করা হয়।
রাষ্ট্র যন্ত্র পরিচালনার মূল হাতিয়ার এই সংবিধান নিয়ে কত কথা, ঘোষনা, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন...................অথচ তার ধারের কাছেও আমরা কেউ ই হাটে না। কি আছে সংবিধানে? যদি নাই পড়ি, না জানি, তবে আমার কতটুকু অধিকার? আমি কিভাবে জানবো? আর কিসের বলেই বা তা নিয়ে যুক্তিতর্কে যাবো?
দেশে সারা বছর ধরে বিভিন্ন দিবস পালন করা হয় ধুমধাম করে। সংবিধান দিবস কেন এই চুপিসারে চলে গেল বা যাচ্ছে দিন দিন?
আমাদের কাছে এটি কি কোন বিষয় ই না নাকি আমাদের জানানো হচ্ছে না বা আমাদের জানার সদ্চিচ্ছার অভাব?
©somewhere in net ltd.