নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা

রাজন৯৩৩

আিম একজন বস্তববাদী সৎ মানুষ

রাজন৯৩৩ › বিস্তারিত পোস্টঃ

এক অসহায় বঙ্গবাসীর আর্তনাদ।

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

পাঁচ দশকে চলা সকল দেশের রানী খ্যাত আমাদের দেশটা কেন শুধু ভূল পথেই এগোচ্ছে।

স্বাধীনতা পেয়ে তাহলে কাদের লাভ হলো?

সকলের সাথে হাত মিলিয়ে, সকলকে একসাথে পথ চলবো, দেশ ও দেশের মানুষের জন্য নিজেদের বিলিয়ে দিব।

এটাই তো স্বাধীনতার পুরস্কার হওয়া উচিত ছিল।

শুধুমাত্র নৈতিকতা হারিয়ে, ফানুস জগতের মিথ্যা মোহে আজ আমরা বিভক্ত হয়ে পড়ছি?

ভায়ে-ভায়ে, ঘরে-ঘরে, দলে- দলে, ধর্মে-ধর্মে, বন্ধু-বন্ধুতে, সমাজে -সমাজে, মানুষে-মানুষে আর বিভেদের সুরই কেবল বেজে চলেছে......

প্রতিটা মানুষ তৈরী করে নিচ্ছে তার নিজের বিশ্বাস-অবিশ্বাস.....

কি ভয়ংকর ব্যাপার??????

কাওকে ছোট করে, কাউকে অবহেলা-অবজ্ঞা নিষিদ্ধ করে তার কাছ থেকে সভ্যতা আশা করা যায় না।

এটা ধর্মের কথা।

ধর্ম বাদে জীবন হয়?

হয়না।

কারন ধর্মই হলো একমাত্র বিশ্বাস ও নৈতিকতার ভীত স্থাপনের স্থান।

কেন আমরা এই বিষয়টি অবহেলায় রেখে দিচ্ছি?

মানুষ সেই জন, যে সৃষ্টিকে ভালোবাসে ও ভালবাসতে শেখায়।

................অসহায় এক বঙ্গবাসী বারডেম।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

রাজন৯৩৩ বলেছেন: ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.