| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজঋষী
লেখার মত অনেক কিছু আছে। কিন্তু লিখব না।
আর একটু মাথা উচু কর!
দড়িটাতে মাথাটা ঢোকা!
চুপ-চাপ দাড়িয়ে থাক! নড়বি না!
এখন কিছুই দেখবিনা তুই! শুধু মনে কর!
সবই মনে আছে তোর, কিছুই ভোলার নয়!
আমরাও ভুলিনাই!!
কালো কাপড়ে অন্ধকার লাগছে?
তোর চোখেও তখন অন্ধকার দেখেছে সবাই।
মনে কর সব শেষ মুহুর্তে!
কত লাথি দিয়েছিস স্বাধীনতা'র মুখে!
এখন তোর পা' বাধা হবে! হাতটাও!
কেমন লাগছে!!
সেই হাসিটা কই? দাতের পিষ্ঠে দাত!
সাবধান! আগেই হার্টফেল করবি না!
আমরা তোকে মারবো না! আমরা পবিত্র।
ঐ রশিটাই তোর যম! বুভুক্ষ অনেক বছর!
ইশারা হচ্ছে!!! রশিটা এগুচ্ছে!
লক লক করে তোর গলা্য় বসে যাচ্ছে!
টেনে হিচড়ে বের করে আনছে তোর লোভী জিভ!
রাজাকারের হচ্ছে ফাসি!
স্বাধীনতার জিত!
২|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
রাজঋষী বলেছেন: ধন্যবাদ আপনাকেও!
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
+++++++++++++++++++