নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

সত্যকা

সত্যকা › বিস্তারিত পোস্টঃ

জীবন কাহিনী

০৬ ই জুন, ২০১৩ রাত ৯:৪৩

রাজু আহমেদ।



জীবনকে জানতে হলে অথবা জানাতে হলে নাকি প্রেম জাতীয় একটা কঠিন পদার্থ হজম করতে হয়।আমার ভাগ্য খারাপ চেষ্টা কি কম করলাম।তবুও একটা অতি প্রয়োজনীয় জিনিস আমি ছুঁয়ে দেখতে পারলাম না।মনে হয় ভূল বলা হল, আমার সাথে তো অনেকের প্রেম।এই যেমন গরীবের সাথে।আমিও গরীব আমার প্রেমও গরীব।কোন মহাপ্রেম,অর্থ্যাৎ কোন নারীর সাথে প্রেম তো আজ অবধি হল না।যা আবার ও ভূল বলে ফেললাম।আমার মা,বোন,ভাবীদের সাথে তো আমর অসম প্রেম।তবে যে প্রেমের কথা আমি বলতে চাই সে প্রেম হল অনাত্বীয় কে আত্বীয় বানানোর প্রেম।শুনেছি প্রেম জীবনকে সাজাতে পারে আবার চূর্ন বিচূর্ন করে দিতে পারে।তাহলে আমার জীবনে রিস্ক নেয়া হয় নি।নাকি কোন মেয়ে আমাকে পছন্দ করেনি।যদি জীবনের প্রথম থেকে ভাবি তাহলে দেখা যাবে জীবনের সকল ক্ষেত্রে ঝুঁকি নিয়েছি।পরাজিতের চেয়ে জয়ী হয়েছি বেশিবার ।তবে কেন প্রেম হলোনা?ভবিষ্যতে যে আমার সঙ্গী হবে সে উত্তর দিবে ? যদি পছন্দের কথা বলি আমার মায়ের কাছে আমার কোন তুলনা হয় না ।বাবার অবশ্য ভিন্নমত।বোনদের কাছে সোনায় সোহাগা।ভাবীদের কথা নাইবা বললাম।যদি নিজেই নিজের কথা বলি।লম্বায় ৫ফুট ১০ ইঞ্চির কম না । স্বাস্থ্য দেখলে মনে হয় যেন রাস্তার পাশে দাড়ানো কোন বিদ্যুতের খুঁটি । বুদ্ধি খারাপ না হলেও খুব একটা মানসম্মত না।এত ত্রুটির মাঝেও গর্ব করার মত একটা জিনিস আছে,সেটা হল লজ্জা।মুখফুটে মনের কথা কাউকে কোনদিন পুরোপুরি বলতে পারি নি । ভাললাগা থেকে ভালবাসার ছবি আঁকতে চেয়েছি,স্বার্থক শীল্পির মত ফুটিয়ে তুলেতে পারিনি।জীবন খাতার প্রতিটি পৃষ্ঠা থেকে মুছে যাচ্ছে এক-একটি রঙিন স্বপ্ন।অবশ্য একটা প্রেম এসেছিল রাতের স্বপ্নের মধ্য দিয়ে এবং প্রেমের পরিসমাপ্তি হয়েছিল মেয়েটাকে হত্যার মধ্য দিয়ে।এই হল আমার প্রেমিক জীবন।বন্ধুর বাজারে যে মেয়েদের বিচরন তারা একেবারে হাতে গোনা কয়েকজন।তাদের কাউকে কোন দিন অন্য চোখে দেখিনি।আমাকে নিয়ে তারাও সেরকম কিছু ভাবে নি ।আজ কেন জানি মনে হয় একবার প্রেম করা দরকার।আবার ভাবী আমার মনোভাবনা তার সাথে মিলবে কি?আমার যা চরিত্র!বা এর উল্টোটা।মোবাইলে হয়ত কোনদিন কল আসবে,আমি রিসিভ করার সাথে সাথে বলবে আমি তোমার হতে চাই।হয়ত তখন আমি প্রেম বিষয়ক চিন্তা আর করি না অথবা তখন আমি কারও বাবাও হতে পারি।শেষ কথায় বলতে চাই জীবনে যে প্রেম এলোনা সেটা কি আমার জন্য আশীর্বাদ না অভিশাপ!যেটাই হোক মন্দ নাই।পরিবারের কেউ আমাকে নিয়ে বাড়তি চিন্তায় নাই।আমারও ঠিকমত ঘুম হয় এজন্য মেয়েদের প্রতি কৃতঙ্গতা।



ঝালকাঠী এন এস কামিল মাদ্রাসা

[email protected]" target="_blank" >http://[email protected]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.