নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

সত্যকা

সত্যকা › বিস্তারিত পোস্টঃ

আমি বদলাবো - কিন্তু এ রাষ্ট্র এ সমাজ ?

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮

সময়ের পরিবর্তন সব কিছুর বিবর্তন

কোন কিছু নেই আর আগের মতন ।

ভাললাগা বদলেছে ভালবাসাও তার পিছু নিয়েছে

মানুষের রুপগত ধরণও পাল্টেছে ।

মূখের যে কথা আর অন্তরের বিশ্বাস

এগুলো মিলালে আর থাকে না আশ্বাস ।

কখন জানি বদলে যাব আমিও ।।



মূখে বলি গনতন্ত্র মনে পুষি রাজতন্ত্র

চিন্তা আর কাজে দেখাই স্বৈরতন্ত্রের ভাব ।

আমি নেতা আমার কথা মানতে হবে সবাইকে

ন্যায় অন্যায় যাহাই বলি সবাই স্বীকার করবে অকপটে ।

এই হলে সভ্যতা টিকবে কত দিন !

ধর্ম আর মানবতার শুধবো কবে ঋণ ।



হুঁশে আমরা আপন স্বার্থে করি ছলছাতুরি

বেহুঁশ তখন যখন অপরে কামায় অর্থকড়ি ।

আমাদের বদলানো যদি হত নৈতিকে,

তাহলে বদলে যেত আমাদের ভাগ্য রেখা যে ।

এ নিয়ে হাজার পৃষ্ঠা লেখা যাবে

অনেক ছন্দ সুর গাঁথা যাবে ।।



আমি আমার সম্রাজ্যের একচ্ছত্র অধিপতি

কেউ আমার বিরুপ হলে তাকে করব পাঁতিপাঁতি ।

এ ‍যদি হয় এই সমাজের হাল

এ জাতি আর পাবে নাকো তাদের হালে জল

বদলানো ভালো তবে অধিক কিছু নয় ,

বানর থেকে মানুষ কিবা মানুষ থেকে অন্য কিছু নয় ।।



পাওয়ার ভেদে বলিনা আমরা কোন কথা

তবে আগ বাড়ায়ে যাহা বলি সবি কথার কথা

নিজের স্বার্থে আঘাত লাঘলে সকল কিছু ভূলি ।

যখন দেখি আপন কেহ করে অন্যায়

স্বজনপ্রীতির দোহাই দিয়ে মনে করি ন্যায়

সমাজটাকে কুড়েঁ খেল তেলমাখানো কথা

স্বার্থের জন্য তোষামোদ করি যারা আগাছা ।।



যদি মনে করি আমি দু’পাইস পাইতে পারি

এক নিমিষে সকল নীতি দিতে পারি জলাঞ্জলি ।

কথায় কথায় শোনাই নীতির মস্ত-মস্ত ঢেঁপু

নিজের মধ্যে সবই গরল , আছে অন্যায় বাপু

মূখ লুকিয়ে নিভৃতে হাসি অপরের বিপদে

নিজের বিপদে কেউ এগিয়ে না এলে শত্রুতা পুষি মনে ।



সমাজ মাঝে ছেয়ে গেছে এই আবরণ

নীতি-ফিতী চলে গেছে আমাদের পূর্বক্ষন ।

কানে শুনি যুগ জমানা পাল্টাবে এক নেতা

সবাই সেই নেতার খোঁজে তাকে পাব কোথা ।।

সবাই দেখি যোগ দিয়েছে বুদ্ধিজীবির দলে

তবে কেন আমি এখন বোকাদেরই কোলে !!



একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ

তবে সে বাতি যদি নিভে যায় জ্বালাড় পূর্বক্ষন ।

সবাই ভাবি এই সমাজের হব ডাক্তার

অথচ নিজেদের মধ্যেই চলে মদ-গাঁজা নিয়ে চিৎকার

অামাকে শুধু পেতেই হবে আমার অধিকার

অন্য সবার অধিকার গয়াকাশী থাক ।।



বদলে যাব বদলে দিব এই স্লোগানে

তাল মিলাতে গিয়ে আমরা আছি কোনখানে

সবাই আমরা প্রতিজ্ঞাবান হব সংস্কারক

নিজেদের ব্যাপারে মনে মনে অন্য প্রচারক



সকল ব্যাপরই আমরা বুঝি শুধু ঠেকলে ধর্ম খুঁজি

ধর্মের সকল অপব্যাখ্যাকারী সমাজ সঞ্চালক

যদি মুক্তি চাইগো আমরা আসি মরালে

সব যন্ত্রনা থেকে বেঁচে যাব এক নিমিষে

আস্থা আর বিশ্বাস রাখি পরস্পরের প্রতি

জ্ঞানীরা বলে তাহলেই আমাদের হবে প্রগতি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.