নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

সত্যকা

সত্যকা › বিস্তারিত পোস্টঃ

মানুষ হত্যাকারীরা আসলেই কি মানুষ ?

১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

পৃথিবীর অন্যান্য দেশগুলো থেকে বাংলাদেশ ক্রমেই ব্যতিক্রমী পথে হাটছে । ‍দিন দিন সভ্যতার যুগ থেকে বর্ববরযুগের ক্রিয়াকলাপের দিকে ধাবিত হচ্ছে । শান্তশিষ্ট সবুজ শ্যামল ছোট্ট ভূ-খন্ডটি ক্রমেই অস্থিশীলতার অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে । পার্শ্ববর্তী রাষ্ট্রের সুদূঢ় প্রসারী ষড়যন্ত্র , আন্তর্জাতিক নানামূখী চক্রান্ত এবং অন্যান্য সাহায্যকারী সংস্থাসমূহের বিমূখতা এর জন্য অনেকাংশে আমাদের জন্মভূমিকে পাশ্চাত্যে ঠেলে দিচ্ছে । এত সকল বাধা বিপত্তির পরেও আমরা আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম যদি না আমরা দেশ হিতৈশী হতাম । সত্য কথা বলতে , আমরাই তো আমরা না । স্বার্থান্বেশী কিছু মানুষের স্বার্থ রক্ষা করার জন্য ধ্বংস করে চলেছি মানবতাকে , হাজার বছর ধরে লালিত বাঙালির ভ্রাতৃত্ব,সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে । এত সব প্রতিকূলতার কারনে প্রিয় জন্মভূমিকে আজ আর পাকিস্তান,সূদান থেকে পৃথক করতে পারি না । যে বাঙালিরা বিশ্বের দরবারে এত সম্মান পেত সেই তাদের বাসস্থান ঢাকাকে পৃথিবীর বাসযোগ্য শহরসমূহের মধ্যে অন্যতম অনুপযুক্ত শহর হিসেবে ঘোষণা করা হল । এটা জাতি হিসেবে বাঙালিদের জন্য চরম লজ্জার হলেও এ থেকে উত্তরণের উল্লেখযোগ্য তাগিদ কারো মধ্যেই পরিগণিত হয় না । এ দেশে বর্তমান সময়ে পাখির মত মানুষ হত্যা করা হয় । প্রতিদিন যে সংখ্যক মানুষ স্বাভাবিক কারনে মৃত্যু বরণ করে তার চেয়ে কয়েকগুন মানুষের প্রাণ যায় অস্বাভাবিক কারনে । বোমা মেরে নির‌্যাতন করে , গুলি করে , বিভিন্ন বাহন চাপা দিয়ে ধর্ষণ করে , গুম করে মানুষ হত্যা করা এখনকার নিত্যনৈমিত্তিক ঘটনা । মানবতা ! সে যেন আর এ ভূ-খন্ডে বাস করে না । ক্ষমতার মোহ এত পরিমানে অন্ধ করেছে যার কারনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে চিহ্নিত করতেই যেন ভূলে গেছি । দেশের কোন স্তরেই শাসক কর্তৃক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না কেবলই শোষনের স্টীম রোলার চালিত হচ্ছে । অন্যায়ের প্রতিবাদ করার জন্য কেউ বুঝি আর অবশিষ্ট নেই । দেশের বুদ্ধিজীবিরা দু’ভাগে ভাগ হয়ে গেছে । একপক্ষ মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠা করায় ব্যস্ত । অপরপক্ষ ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আগ্রাসী আন্দোলন পরিচালনা করায় ধ্বংস যেন আরও নিকটবর্তী হচ্ছে । মিথ্যাকে পরিহার করে সত্যকে গ্রহন করার সৎ হিম্মত কারো মধ্যে পরিলক্ষিত হয় না । দক্ষ সমন্বয়ক না থাকার কারনে সমাজে অরাজগতা বেড়েই চলছে । এ দেশের আবহ দেখে মনে হচ্ছে দক্ষ সমন্বয়ক আদৌ তৈরি হবে না , কালভেদে যদি তা হয়েও ওঠে তবে তার নির্দিষ্ট সময়কাল একমাত্র বিধাতা ছাড়া আর কারও দ্বারা বলার ক্ষমতা নেই । আমরা আমাদের খোলস থেকে কোন ক্রমেই বের হতে পারছি না । বাল্যকালের সংস্কার আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে আছে । মুক্ত চিন্তা . উদার ব্যবহার ধরাই দিচ্ছে না । সত্য কথা বলতে কি আমরা সেটা অর্জন করার মানসে খুঁজি না । জন্মের সময়ের সহজাত ধারণা , বাবা মায়ের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসের একাত্বতা , বেড়ে ওঠার পরিবেশ , বদ্ধমূল বিশ্বাস আমাদেরকে বেধে রেখেছে । আমাদের মনে যে ধারনা আছে তার আলোকেই বস্তু বা ঘটনার বিচার করে থাকি । ঘটনা যদি বিশ্বাসের অনুকূল হয়ে তবে সেটাকে সত্য আর বিশ্বাসের বৈপিরীত্য হলে তাকে মিথ্যা হিসেবে পরিগনিত করি । কোন ক্রমেই বস্তু বা ঘটনাকে তার নিজস্ব গুন বা দোষ বিবেচনায় বিচার করি না । স্হির বিশ্বাসের এ ধারাটা ধর্মের ক্ষেত্রে লাভজনক ও কল্যানকর হলেও গনতান্ত্রিক রাজনীতিতে মোটেও গ্রহন যোগ্য নয় । মানুষ হত্যা সকল ধর্মেই নিষিদ্ধ , ইসলাম ধর্মেতো কঠোর শাস্তিযোগ্য অপরাধ । সেই আমরা যারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক তারা বিরোধী পক্ষের কোনো মানুষকে হত্যা করতে পারলে উৎসব করি । আমাদের যারা আওয়ামী বা জোটীয় সমর্থক তারা বি এন পি বা তাদের জোটীয় কোনো সমর্থককে হত্যা করতে পারলে আনন্দ মিছিল করি , আত্মতৃপ্তির চরম শিখরে আরোহন করি , এ গ্র্র্র্র্হের সবচেয়ে সূখী মানুষ হিসেবে পরিগনিত করি । বি এন পি বা তাদের জোটের কর্মি বা সমর্থকের ব্যপারে একই কথা প্রযোজ্য । তারাও যে একই মূলের বৃক্ষ । মানবতা বা বিবেকের কোনো মূল্যই এর উপর প্রধান্য বিস্তার করতে সক্ষম হয়না । বিবেকের দংশন কাউকে দংশিতও করে না । গভীর রাতে গরম কফির মগ হাতে টিভির পর্দায় দর্শকের সামনে টকশো পায়াহীন টেবিলে আলোচনার ঝড় তুলি । একপক্ষ থেকে নিহতের সকল দোষ অপর পক্ষ থেকে কেবলি গুন বর্ননা করতে থাকি । সমন্বয় অ-যৌক্তিক মৃত্যুর বিরুদ্ধে কথা বলার সৎ সাহস কেউ পোষন করি না । প্রতিটি ধর্মবিশ্বাসীদেরকে আপন প্রভূ কর্তৃক যে বিবেক নামক বস্তুটি দেয়া হয়েছিল তাকে গলাটিপে হত্যা নয়তো গভীর ঘুমে আবদ্ধ করে রেখেছে তাকে আর কোনো দিনই জাগ্রত করা যাবে না এ যেন আমাদের সকলের দৃঢ় প্রতিজ্ঞা । “ মানবতা নিপাত যাক , স্বার্থবাদীতা সফল হোক ” এরকম বিশ্বাস নিয়ে আমরা নিজেদেরেকে ধ্বংস করার জন্য সামনে এগুচ্ছি । এরকম চলতে থাকলে মানবতার ছিটে-ফোঁটাটুকুও আর অবশিষ্ট থাকবেনা । আমাদের কর্মকান্ড আমাদেরকে এবং হিংস্র জানোয়ারদেরেকে একই দলভূক্ত হওয়ার দ্বারপ্রান্তে উপনীত করেছে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

সবুজ সংকেত বলেছেন: কী করবেন বলুন? যে দেশে মানুষের প্রাণের দাম ২০হাজার কিন্তু টঙে ঘরের দোকানের দাম হয় ৫০ হাজার সে দেশে মানুষের আর কী মূল্যই আছে!

২| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

সত্যকা বলেছেন: এটা আমাদের জন্য সত্যিই হতাশার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.