নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই বলে ভূইলা যা , কেমনে ভূলি তাহারে ,
সে যে আমার জীবন মরন , আমার সকল সাধনা ।
তাকে কেবল স্বপ্ন দেখি ,
জাগ্রত বা ঘুমের ঘোরে ।
সকাল থেকে সন্ধ্যা মাঝে
তাকেই শুধু মনে পড়ে
তাকে ফেলে আছি দূরে ,
তাই বলে কি ভোলা চলে
যাকে ঘিরে বেড়ে ওঠা
তাকে ভূলি কোন সাহসে ।
দেশছেড়ে বহুদূরে
খেয়ে পরে বাবু সেজে
তারপরেও মনে পড়ে
জন্মভূমি বাংলাদেশকে ।
ও দেশ তোমায় মিস করি ,
বারে বারে স্মরণ করি ।
শুধু কেবলি ইচ্ছা জাগে
সব কিছু ভূলে গিয়ে ,
সব কিছু ফেলে দিয়ে ,
তোমার কোলে ফিরে আসি ।
©somewhere in net ltd.