নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

সত্যকা

সত্যকা › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রীর একটি কথার দাম ৬০০ কোটি টাকা

২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

“এ পৃথিবী অবাক তাকিয়ে রয় , জ্বলে-পুড়ে-মরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয়” । স্বল্প প্রান পাওয়া কবি সুকান্ত ভট্টাচার‌্য বাঙালীকে নিয়ে যে অভিব্যক্তি করেছেন তা সম্ভবত নৈতিক অধিকার আদায় নিয়ে বাঙালীর প্রানপণ লড়াইয়ের কথা স্মরন করে । বাঙালী জাতির জন্মের পর থেকে তার ন্যায্য কোন অধিকার অন্য কেউ ভোগ করবে আর বাঙালীরা তা মূখ বুঝে সহ্য করবে এটা অকল্পনীয় ঘটনা । যখনি বাঙালীর অস্তিত্বের উপর কোনরুপ আঘাত এসেছে তখনই বাঙালী জাতি সকল ভেদা-ভেদ ভূলে কাঁধে কাঁধ রেখে অন্যায়ের বিরুদ্ধে , অ-সত্যের বিরুদ্ধে লড়াই করেছে । অতীতে বাঙালীর অনেক গর্ব করার মত বিষয় ছিল । সে সকল ঘটনার সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলও যোগ হওয়ার মত অবস্থা !



তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ । আয়তনে বিশ্বের নব্বইতম হলে জনসংখার দিক দিয়ে বিশ্বের অষ্টম রাষ্ট্র হিসেবে পরিচিত আমাদের বাংলাদেশ । এ দেশের ভূমিতে জনগনের প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য উৎপাদিত না হওয়ার কারনে আমাদেরকে অন্য দেশ থেকে আমদানিকৃত খাদ্য দ্রব্যের উপর নির্ভর করতে হয় । আমাদের নিজেদের যে আর্থিক অবস্থা তাতে কোন প্রকার উন্নয়নমূলক কাজ করতে হলেও বিদেশী সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হয় । অবশ্য বাংলাদেশের সকল সম্পদকে পুরোপুরিভাবে কাজে লাগাতে পারলে আমাদেরকে ভিন্ন দেশের পানে মূখিয়ে থাকতে হতনা । আভ্যন্তরীন কিছু সমস্যার সাথে ভৌগলিক সমস্যা যুক্ত হয়ওয়ার কারনে আমরা আমাদের সকল সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারি না ।



অনেক হুমকির মুখে সর্বদলীয় সরকার কর্তৃক বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে । আগামী জানুয়ারী মাসের পাঁচ তারিখ এ নির্বাচন অনুষ্ঠিত হবে । বাংলাদেশ নির্বাচন কমিশনও সে মতে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে । বাংলাদেশের জাতীয় নির্বাচনে ৩০০ আসনের সাথে সংরক্ষিত ৫০ টি মহিলা আসনে নির্বাচন খরচ এবং এ সকল স্থানের জন্য শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর জন্য খরচের বাজেট ধার‌্য করা হয়েছে । নির্বাচনের জন্য ২০০ কোটি এবং শান্তি-শৃঙ্খলা নিশ্চিতকরন বাহিনীর জন্য ৪০০ কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে । দশম জাতীয় সংসদ নির্বাচনের ৬০০ কোটি টাকা সরকারের শেষ বাজেটেই বরাদ্ধ করা হয়েছিল । অন্যান্য দেশের তুলনায় একটি জাতীয় নির্বাচনে এটা পরিমানে কম হলেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার দিকে তাকালে অনেক ব্যয়বহুল । বাংলাদেশে সরকারের রাজস্ব আয়ের সিংহভাগ জনগনের উপর আরোপিত বিভিন্ন কর থেকে সংগৃহীত হয় । সুতরাং নির্বাচনী ব্যয় যত বৃদ্ধি পাবে জনগনের উপর করের বোঝাও তত দীর্ঘায়িত হবে । যতকম টাকায় নির্বাচন শেষ করা যায় সেটা বাঙালীদের জন্য তত মঙ্গল ।



জনগনের ৬০০ কোটি টাকা খরচকরেও যদি দশম নির্বাচন সফল করা যেত তবে জাতির জন্য মঙ্গল জনক হত । বাধ সেধেঁছে অনেক ইস্যু । সর্বদলীয় সরকার দশম জাতীয় যে নির্বাচনের পরিকল্পনা করেছে সে নির্বাচনে অংশগ্রহন করছেনা নবম জাতীয় সংসদ নির্বাচনের পরাজিত বিরোধীদল সহ বৃহৎ অনেক দল । যে কারনে ইউরোপীয় ইউনিয়নসহ বহির্বিশ্ব নির্বাচনী পর‌্যবেক্ষক পাঠাতে অপারগতা প্রকাশ করেছে । বাংলাদেশ আওয়ামীলীগ তথা সর্বদলীয় সরকার জিঁদ ধরেছে তাদের এ নির্বাচন সম্পন্ন করতেই হবে । তার পথ ধরে ৩০০ আসনের মধ্যে ১৫৪ টি আসনের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধীতায় জয়ী হয়েছে । যেটা বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে যোগ হয়েছে । বিদেশী কূটনীতিকদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে । সংলাপের যখন প্রয়োজনীয়তা সকল মানুষ অনূভব করেছিল তখন বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করে সংলাপের পথ বন্ধ করে রেখেছিল । সর্বশেষ জাতিসংঘের সহকারী মহাসচিব তারানকোর সহায়তায় যখন সংলাপ শুরু হল তখন সর্বদলীয় সরকার এবং নির্বাচন কমিশন সংলাপের ঘন্ডি পেরিয়ে এমন দূরত্বে দাঁড়িয়ে আছে যে থেকে পিছনে ফিরে তাকানো সম্ভব তবে ফিরে আশা সম্ভব নয় । পরস্পর দুই দল সংলাপের নামে আক্রোশ পূরনের কারনে সংলাপ ব্যর্থতায় রুপ নেয় ।





আওয়ামীলীগ এত দিন তাদের পেসটিজ রক্ষার লড়াই করেছিল । তারা হয়ত ভেবেছিল তাদের কথা রাখতে পারবে । জনগনের মতামতের তোয়াক্কা না করে তারা অস্ত্রের জোড় এবং বিদেশী প্রভূ তথা ভারতের সহায়তায় ক্ষমতায় যেতে চেয়েছিল । অন্যান্য দেশের কূটনৈতিক চাপ সর্বোপরি বাংলাদেশীদের কঠোর অবস্থান তাদের ভিত নাড়াতে বাধ্য করেছে । গত ১৯ তারিখে , সর্বদলীয় সরকারের প্রধান শেখ হাসিনার কথার সাথে তার পূর্বের কথার বিস্তর পার্থক্য পরিলক্ষিত হয় । এতদিন কঠোর কঠোর কথা বলা নেত্রীর কথা হঠাৎ করে নমনীয় হয়ে যান । প্রধানমন্ত্রী বলেন “ সমঝোতা হলে দশম জাতীয় নির্বাচন হওয়ার পর আগামী ছয় মাসের মাথায় সংসদ ভেঙ্গে দিয়ে একাদশ সংসদ নির্বাচন দেয়া হবে” ।



প্রধানমন্ত্রীর এ নমনীয়তা জাতির জন্য আশার প্রদীপ হিসেবে জ্বলবে সেটা ভাবছে এদেশের মানুষ । তবে প্রধামন্ত্রীর একটি কথার কারনে দেশের ৬০০ টাকার ক্ষতি হবে সেটা শেখ হাসিনা কেন চাইবেন ? ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্বাচিত প্রধানমন্ত্রীকে কেন ছয় মাস পরে ক্ষমতা ছেড়ে দিতে হবে ? সেটা এদেশের মানুষের সম্পূর্ন ভাবে বোধগম্য নয় । তবে জাতি হিসেবে বাঙালী এখন গর্ব করতেই পারে তাদের দেশের প্রধানমন্ত্রীর একটি কথার দাম বা একটি ইচ্ছার দাম ৬০০ কোটি টাকা । সেদিন পত্রিকায় দেখলাম একটি গরীব দেশের প্রধানমন্ত্রী একবারের বেশি একটি পোশাক পরিধান করেন না । সে দেশের প্রধানমন্ত্রীর বিলাসিতাকেও ছাড়িয়ে গেছেন আমাদের দেশের জনদরদী প্রধানমন্ত্রী !



জনমনে ব্যাপক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে – কেন সর্বদলীয় সরকার তাদের কঠোরতা থেকে নমনীয়তায় প্রত্যাবর্তন করতে চাচ্ছে ? কেন রাষ্ট্রে ছয়শ কোটি টাকা ব্যয় করে নির্বাচিত সরকার মাত্র ছয় মাস পরেই তাদের ক্ষমতা ছেড়ে দিয়ে পরবর্তী নির্বাচনের আয়োজন করবে ? এ নির্বাচনে রাষ্ট্রের শুধু ৬০০ কোটি টাকাই গচ্ছা যাবে না তার সাথে নির্বাচনে অংশগ্রহনকারীদেরও কোটি কোটি টাকা ব্যয় হবে । দেশদরদী প্রধানমন্ত্রী দেশের এতবড় ক্ষতি কোন বিবেচনায় করবেন ? এমনিতেই বাংলাদেশ এখন পর‌্যন্ত অন্যান্য রাষ্ট্র থেকে যত ঋণ করেছে তাতে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মাথাপিছু ১৩০০ মার্কিন ডলার ঋণ হয়ে আছে । জনগনের এ ঋণের সাথে প্রধানমন্ত্রী আরও ঋণ বৃদ্ধি করতে চাইবেন কি ?



লেখক : রাজু আহমেদ । শিক্ষার্থী , কলামিষ্ট ও প্রাবন্ধিক ।

সরকারী বি এম কলেজ , বরিশাল ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১

সাইবার অভিযত্রী বলেছেন: কেন রাষ্ট্রে ছয়শ কোটি টাকা ব্যয় করে নির্বাচিত সরকার মাত্র ছয় মাস পরেই তাদের ক্ষমতা ছেড়ে দিয়ে পরবর্তী নির্বাচনের আয়োজন করবে ?

জী না ভাই, ৬ বছর, কমপক্ষে পাচ বছর ।
এড়পড় এইটাও ডেখতে পারেন ভোটারদের আর কষ্ট করে ভোট দিতে যেতে হবে না, বাকশাল কায়েম হবে, ডেশের খরচ বেচে যাবে, ভাল তো ! ভাল না?

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২

সত্যকা বলেছেন: আপনার চিন্তার সাথে আমি একমত । অতীতের কর্মকান্ড তাই প্রমান করে । বাকশাল প্রবর্তন করেত গেলে বাবার পরিনতি বরণ করা ছাড়া উপায় থাকেব না । সেটা তিনি ভাল করেই বুঝেন ।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৬

মদন বলেছেন: ৬০০কোটি টাকা ব্যায়ে সংবিধান রক্ষা হবে।
হাজারবার ধর্ষন করেও সংবিধান যে সতী-সাবিত্রী তা প্রমানও উনারাই দিবেন। উনারা যা করবে সেটিই গনতন্ত্র, সেটিই সংবিধান।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

সত্যকা বলেছেন: এটাই বাস্তবতা । আমি সব বুঝি । শুধু ঠেকলে ধর্ম খুজি ।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৬

পাঠক১৯৭১ বলেছেন: আপনি কলামিষ্ট ও প্রাবন্ধিক নন, আপনি একজন বালছাল ইডিয়ট।

রাজাকারের বিচারের জন্য আমরা শেখ সহ্য করছি, এটার সমাধান হলে উনি পালাবার যায়গা পাবেন না; এই রকম ইডিটিক ভোট করার জন্য লাথি খেতে খেতে হয়রান হয়ে যাবেন।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৭

সত্যকা বলেছেন: আমি যোগ্যতার সাথে কোন কাজ সফল ভাবে করতে পারিনা । আমার পরিনিত নিয়ে আমি ততোটা চিন্তিত নই । কোন যুগেই সত্যের পারনাম খারাপ হয় নি । আপিন আমার জন্য শুভ কামনা করলেই হবে ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৭

বোকার হদ্দ বলেছেন: কোনরুপ , জনগনের, পূরনের, ভৌগলিক, কারনে, ঘন্ডি, পেসটিজ, জনগনের , জোড়, প্রভূ, কারনে

অন্যান্য রাষ্ট্র থেকে যত ঋণ করেছে তাতে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মাথাপিছু ১৩০০ মার্কিন ডলার ঋণ হয়ে আছে ।


যেহেতু কলামিস্ট সেহেতু লেখককে অনুরোধ করছি উপরোক্ত শব্দগুলোর সঠিক বানান লিখবেন এবং বাক্যবিন্যাসের দিকে খেয়াল করবেন। লেখা ভাল হয়েছে। অযাচিত সমালোচনার জন্য দু:খিত।
আরো খুটিয়ে দেখার প্রয়োজন আছে।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০

সত্যকা বলেছেন: আপনার কাছে অনুরোধ আপনার নিক নামটি পরিবর্তন করুন । ভাই আপনি বোকা হলে বুদ্ধিমান কে । বানান সঠিক না সে জন্য আমি দুঃখিত। গঠনমূলক সমালোচনা করার জন্য আবরো ধন্যবাদ ।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০

বোকার হদ্দ বলেছেন: ও, হ্যা! পাঠক১৯৭১ কে ব্লক করতে ভুল করবেন না। এমন বলগারদের সমালোচনা পেলে লেখার ইচ্ছা উবে যাবে। ইহাকে দ্রুত খোয়ারে পাঠানোর ব্যবস্থা করুন।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২

সত্যকা বলেছেন: ভাই আপনার আদেশটি আমার পালন করা উিচত। আবার ভাবি মাঠে খেলোয়াড় না থাকলে খেলব কার বিরুদ্ধে । তাই এ পর্যায়ে তাকে ছেড়ে দিলাম । তবে ভবিষ্যতে রক্ষা হবে না ।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১

পাঠক১৯৭১ বলেছেন: @বোকার হদ্দ ,



আগাছা ব্লগারেরা আমাকে ব্লক করেই চলছে!

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১

সত্যকা বলেছেন: পাঠক ১৯৭১ । একটু সাবধান হোন । যখন দেখতে পারবেন আপনি এমন একটা যাযগায় দাড়ি[য়ে আছেন যেখানের সকলেই আপনার সমালোচনা করছে তাহলে বুঝতে হবে আপনি সঠিক রাস্তায় নাই। করনীয় সম্পর্কে আপনিই ভাল বুঝবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.