নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবেকী বসতির মস্তকহীন বাসিন্দা

মশিউল ইসলাম রাজু

গূঢ় অনুভূতির সহজ আস্ফালন

মশিউল ইসলাম রাজু › বিস্তারিত পোস্টঃ

মিলামিলি

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৩



কথা বলার সময় পাশের জনের হ্যাঁ-হ্যাঁ/ঠিক-ঠিক বলাটা আমাদের মন তৃপ্ত করে। মত বিরুদ্ধ মন্তব্যকে আমরা 'বেশি বোঝা' নয়তো 'মুর্খতা' বলে গণ্য করি।

আশেপাশের লোকগুলোকে আমরা আমাদের মত করে দেখতে চাই। এক্ষেত্রে ঘরের লোক, পরের লোক বা যে কোনো লোকের মধ্যে কোনো পার্থক্য বানাই না।

জীবনসঙ্গী নির্বাচনেও আমরা মিল খুঁজতে ব্যস্ত হয়ে যাই। এ যেন অন্যের মাঝে আরেকটা আমি খুঁজে বেড়ানো। তাও ভাল হত যদি এই ফর্মুলায় সম্পর্কগুকো টিকে থাকতে পারতো। কিন্তু সেটা তো হচ্ছে না। এত এত মিলামিলির পরেও আমাদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার বাড়ছে, বাড়ছে পরিবার পরিজনের মধ্যে সম্পর্কের সংকীর্ণতা। হাতে ধরে নিজেদের আমরা করে ফেলছি একঘরে।

পৃথিবীর যে বিচিত্রতা আমাদের দেহের ভিতরের আত্মাটাকে ধরে রাখতে অনুপ্রাণিত করে তা আমরা কেবল মানুষের ক্ষেত্রেই মেনে নিতে পারছি না। মিল খুঁজতে খুঁজতে আমরা মানুষেরা একে অপরের সাথেই মিলতে পারছি না। আর এই চর্চা আমাদের করে ফেলছে একা থেকে একাতর।

#rajubdeshi

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ ব্লগিং।
প্রতিমন্তব্য করতে আমাদের কমেন্ট বক্সের ডান দিকের সবুজ বাটন ক্লিক করলে নতুন একটি স্পেস আসবে ; তার মধ্যে উত্তর লিখে জমা করলে, তবেই আমাদের নোটিফিকেশন দেখাবে।

ভালোবাসার সতত।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২১

মশিউল ইসলাম রাজু বলেছেন: ধন্যবাদ!

২| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:১৭

কাওসার চৌধুরী বলেছেন:



হ্যাপি ব্লগিং। স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.