নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবেকী বসতির মস্তকহীন বাসিন্দা

মশিউল ইসলাম রাজু

গূঢ় অনুভূতির সহজ আস্ফালন

মশিউল ইসলাম রাজু › বিস্তারিত পোস্টঃ

দূরত্ব কি কেবলই বিষাদের?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩৬



চাঁদ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এই চাঁদ নিয়ে কত গবেষণা, কত কথাসাহিত্য। চাঁদকে সাক্ষী রেখে হয় প্রণয়ের সূচনা, অনুরাগী হয়ে জোছনা বিলাস।

দূর থেকে চাঁদ দেখতেও কি সুন্দর! অস্পষ্ট আলোয় আলোকিত করে রাতের আকাশ, জগৎ সংসার।

কিন্তু কাছ থেকে দেখলে এই চাঁদ আর সেই পুরনো ধারণার চাঁদটি থাকে না। তখন এতে ধরা পরে অসুন্দর খানাখন্দ, গর্ত, কলঙ্ক!

জীবনে সবকিছুর দূরত্ব ঘোচাতে নেই। কিছু দৃশ্য আছে যা দিগন্তস্থিত দর্শনেই শ্রেয়। আবার কিছু মানুষ আছে যারা অগোচরে থাকলেই প্রিয়।

দূরত্ব কমাতে যাওয়া কখনো কখনো দূরত্বটা আরো বাড়িয়ে দেয়। সংস্পর্শ সর্বদা সখ্যতা তৈরি করে না, মাঝে মাঝে বৈরিতাও তৈরি করে।

#rajubdeshi

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:০৬

আকতার আর হোসাইন বলেছেন: দূরত্ব কমাতে যাওয়া কখনো কখনো দূরত্বটা
আরো বাড়িয়ে দেয়। সংস্পর্শ সর্বদা
সখ্যতা তৈরি করে না, মাঝে মাঝে
বৈরিতাও তৈরি করে।

বাহ ভালো লাগলো...

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:২১

মশিউল ইসলাম রাজু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ! :)

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৮

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৭

মশিউল ইসলাম রাজু বলেছেন: ধন্যবাদ!

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩২

আখেনাটেন বলেছেন: ভালো বলেছেন। কিছু জিনিস দূরে রাখায় শ্রেয়।

চাঁদের মতো দূর থেকেই সেটার রূপ গলাধঃকরণ করাই উত্তম । :P

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৮

মশিউল ইসলাম রাজু বলেছেন: ঠিক তাই। মন্তব্যের জন্য ধন্যবাদ!

৪| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর লেখা :)

সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.