![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
বাহ কি সুন্দর পরকীয়া শিক্ষা দিচ্ছে ভারতীয় চ্যানেল
টিভি রিমোট টা হাতে নিয়ে গানের চ্যানেল খুঁজছিলাম
হটাত “স্টার জালসা” চ্যানেল চোখে পড়ল
দেখলাম, মধ্যবয়সী ২ জন নারী পুরুষ একটা
রেস্টুরেন্টে বসে গল্প করছে। ভাবলাম, কি আছে এই চ্যানেলের মধ্যে,
যার জন্য অনেক বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ চলতে থাকে?
স্বামী বলে, খেলা দেখব, স্ত্রী বলে সিরিয়াল দেখব।
তো মধ্যবয়সী ২ জন যে মহান বিষয় নিয়ে গল্প করছিলঃ
ছেলেঃ আমি জানি, জানি আমি রিশা, তুমি একদমই সুখে নেই
মেয়েঃ কি করার আছে আমার বল? আমার স্বামী আছে একটা মেয়ে আছে
আমি কিভাবে…
ছেলেঃ রিশা রিশা, আমি তোমার চোখের মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছি
তোমার চোখে অপূর্ণতা ভরা, তোমার মনের আকাশে কালো মেঘ জমে আছে।
আমি কি পারি না তোমার মনের সেই কালো মেঘ দূর করে সূর্যের আলো ছড়াতে?
মেয়েঃ প্লীজ রুদ্র আমি আর পারছি না, আমাকে প্লীজ এভাবে বল না
আমি নিজেকে ধরে রাখতে পারব না।
ছেলেঃ এইতো মাছে টোপ গিলেছে, এখনি সময় বড়শি টান দেবার (মনে মনে)
“আমাকে একটি ভারতীয় চ্যানেল মুক্ত টিভি চ্যানেল দাও
আমি তোমাদের পরকীয়া মুক্ত বাংলাদেশ উপহার দিব"
©somewhere in net ltd.