![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
ফার্মগেট থেকে ৪ নাম্বার বাস করে বাসায় ফিরছিলাম..
বাসের হেলপার ছোট একটি ছেলে
বয়স হবে ১০-১২ বছর !
আমি সিটে বসে ছিলাম
আমার ঠিক পাশেই দাঁড়িয়ে ছিল একটি ছেলে
দেখে বোঝা যায় ভার্সিটিতে পড়ে।
ছোট ছেলেটি (হেলপার) ঐ ছেলের কাছ থেকে ভাড়া চাইল
প্রথমে ছেলেটি চুপ করে থাকল
পরে ছেলেটি (হেলপার) আবার ভাড়া চাওয়ার সাথে সাথেই
ছেলেটি ঠাস করে হেলপার কে থাপ্পড় মারল।
অশ্লীল ভাষায় গালি দিয়ে বলল,
''বাইনচোদ, কয়বার ভাড়া দিমু তোরে" (!!!)
"ধিক সেইসব নামমাত্র শিক্ষিত জানোয়ারদের
যাদের মাঝে নুন্ন্যতম মানবতা বোধ নেই"
ওরা শিক্ষিত না, শিক্ষিত নামের অশিক্ষিত প্রেতাত্মা
©somewhere in net ltd.