![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
এ জীবনে শুধু ছেড়েই গেলাম... আড়াই বছর বয়সে মায়ের দুধ ছাড়লাম, ক্লাস ফোরে উঠে ছাড়লাম পেন্সিল। এরপর, দশে ছাড়লাম হাফ প্যান্ট, ষোলতে স্কুল, সতেরোতে বাসার বাহির বের হওয়া, চুলের স্টাইল করা ছাড়লাম। ছেড়ে এলাম কৈশোর প্রেম, ডায়েরি লেখা, ভোরে ঘুম থেকে উঠে পড়ার দারুণ অভ্যেস! এসএসসিতে গণিতে ৪ নম্বর, কলেজে উঠে নিয়মমাফিক লেখাপড়াটাই ছেড়ে দিলাম।তোমার সাথে কথা বলার অজুহাতে রাতে ঘুমানো ছেড়েছি...তারপর কথা বলা। আর এইতো সেদিন 'তোমাকে'ই ছেড়ে দিলাম...আর কিছুদিন পর এই দুনিয়াটাই ছেড়ে চলে যাব।
©somewhere in net ltd.