![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
আচ্ছা প্রান্ত তুমি এত খ্যাত কেন?
--আমি কি করলাম? (মাথা নিচু করে)
তুমি কলেজে পড়, এখন এভাবে চলাফেরা করলে চলবে বল?
--কি করব! ছোটবেলা থেকেই এভাবে চলে আসছি।
চেঞ্জ হও বুঝছ, বলদ বলদ লাগে তোমাকে !
--(প্রান্ত মাথা নিচু করে থাকল, কোন কথা বলল না)
আচ্ছা আমি তোমাকে বলছি, কি কি করবাঃ
£ চুল বড় রাখবা, চুলে জেল দিবা
£ মাথায় তেল দিবা না
£ প্যান্ট একটু নিচে পরবা
£ শার্টের দুইটা বোতাম খুলে রাখবা
এইতো, তাহলেই চলবে, আর কিছু করতে হবে না।
--স্যরি, এগুলো আমার দ্বারা হবে না।বাবা মা আমাকে যে শিক্ষা দিয়েছেন, ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি, আমি সেভাবেই থাকতে পছন্দ করি।কারও কথায় আমি নিজেকে চেঞ্জ করতে পারব না।
তুমি এভাবে থাকলে কোন মেয়ে তোমাকে পছন্দ তো দুরেরে কথা, তোমার দিকে তাকাবেও না, বুজছ?
--তাহলে ঐ (কোন) মেয়েকে বল, তুমি যেমন চাও তেমন ছেলেকে খুঁজে নিতে।আমার যা কিছু আছে, আমি দেখতে যেমন, আমাকে যদি কেঊ পছন্দ নাও করে তাও আমি অন্যর জন্য নিজেকে চেঞ্জ করব না।
“প্রান্ত গ্রাম থেকে আসা কলেজের সব থেকে মেধাবী ছাত্র"
©somewhere in net ltd.