![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
আমার বান্ধবীর ছোট ভাই হঠাৎ করেই আজকে আমাকে ফ্রেন্ড রিকু পাঠালো
আমি একসেপ্ট করলাম, এবং সাথে সাথেই মেসেজ দিল।
---ভাইয়া কেমন আছেন?
হুম ভালো, তুমি ভালো আছ?
---জী ভাইয়া।
তুমি কোন ক্লাস এ পড়?
---ভাইয়া এইবার জে.এস.সি দিলাম।
ও আচ্ছা, দোয়া করি যেন A+ পাও
---থ্যাংকস ভাইয়া। ভাইয়া আপনি কি আপুর সাথে টাঙ্কি মারেন?
মানে?
---সরি ভাইয়া, প্লীজ আপুকে বল না যে আমি তোমাকে রিকু পাঠাইছি।
ওকে বলব না, কিন্তু আগে বল তুমি ওটা বললে কেন? তোমার আপু আমার সম্পর্কে কি বলেছে?
---না ভাইয়া, কিছুই বলে নি। আমি এমনি দুস্টুমি করে করলাম।
ওকে কিন্তু এসব কথা আর কখনো বলবা না, তাহলে তোমার আপু কে বলে দিব যে তুমি আমার সাথে চেটিং করেছ।
---ওকে ভাইয়া আর বলব না।
হুম, গুড বয়
---ভাইয়া আমার জন্য একটা মেয়ে খোঁজেন
মানে, বুঝলাম না? মেয়ে খুঁজব মানে?
---মেয়ে মানে Girl খুঁজেন।
তুমি যেন কোন ক্লাস এ পড়?
---বললাম না জে.এস.সি দিলাম, এবার ক্লাস নাইন এ উঠব।
তুমি এখনও হাফ প্যান্ট পড় না?
---জী ভাইয়া কেন?
কেন বুঝ না? তুমি এখনও হাফ প্যান্ট পড় আর মেয়ে খুঁজতে বলছ?
---সরি ভাইয়া ভুল হয়ে গেছে, আর বলব না, বাই আপু ডাকতেছে। প্লীজ আপুকে কিছু বল না।
বি.দ্রঃ আমি কোন কথা এডিট করি নি। হুবহু চ্যাট টাই এখানে লিখলাম।
আমি সত্যি আজ অবাক, ক্লাস 8 এ পড়া ছেলে বলে তার জন্য মেয়ে খুঁজতে। তাও আবার ৬ বছরের সিনিয়র ভাই এর কাছে। সত্যি বাংলাদেশ আজ ডিজিটাল, সত্যি ছেলে মেয়েরা আজ অনেক এগিয়ে।
Teen-Age এ কি এই সমস্যা গুলো মাথাচাড়া দিয়ে উঠে? সত্যি আমি শঙ্কিত, আমি আতংকিত।
©somewhere in net ltd.