![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
আমার বন্ধু মাঝে মাঝে ওর মামার ওষুধের দোকানে বসে।
বিকেলে হাটতে বাহির হলে,
ওর দোকান থেকে সিভিট নিয়ে খেতাম।
আজকে দোকানের পাশে দিয়ে যাচ্ছিলাম
হঠাট রাজু বলে ডাক দিল…
আমি ওর দোকানের মধ্যে ঢুকলাম
ও আমাকে বলল,
দোস্ত আজকে তো আমার দোকান কনডমে ভরপুর।
আমি বললাম, হটাত করে এতোগুলো কনডম কেন?
ও বলল, কাল না “ভেলেন্টাইনস্ ডে” ?
গত বছর সব থেকে বেশি কনডম বিক্রি হয়েছিল।
“শুধু এই একটা দোকানে না, বাংলাদেশের হাজার হাজার দোকানে বিক্রি হবে কনডম এবং হোটেলে বা লিটনের ফ্ল্যাটে সেগুলোর ব্যাবহার চলবে, বিরামহীনভাবে”
©somewhere in net ltd.