নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance Blogger | Photographer | Contributor to @GettyImages | @HuffingtonPost | BG: O+(ve) Mail: [email protected]

রাজু রহমান

ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD

রাজু রহমান › বিস্তারিত পোস্টঃ

ভালো লেখক হতে চান?

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৪

আসলে বিএনপি আওয়ামীলীগ একদিকে আর বঙ্গবন্ধু আরেকদিকে। তার অবদান অস্বীকার করলে বাংলাদেশকেই অস্বীকার করা হয়।



বর্তমান দুই নারী নেত্রীর দু:শাসন দেখে আগের নেতাদেরকে ভুও বুঝা ঠিই হবে না। জিয়া এবং এরশাদেরও অনবদ্য অবদান আছে বাংলাদেশের ভিত প্রতিষ্ঠায়। কিন্তু সেই হিসেবে খালেদা হাসিনা সেটা রক্ষা করতে পারেনি। হ্যা, বঙ্গবন্ধু নিজেও একটা ভুল করেছিলো। কিন্তু সেটাও অন্যের প্ররোচনায়। আর সেটা যথেষ্ঠ নয় তার অবদানকে ঘৃণা করার জন্য।



জানিনা আপনি কোন সংগঠনকে ভালোবাসেন। কিন্তু বলা প্রয়োজন মনে করি, জিয়া এবং বঙ্গবন্ধুর মধ্যে কোনো দুরত্ব ছিলো না। দুরত্ব আছে খালেদা হাসিনায়। অনেই ইতহাস আছে । আমাদেরকে জানতে হবে।



আর সবচেয়ে বড় কথা হলো আপনি যদি নিজেকে ভালো একজন লেখক তথা বিবেকবান মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাকে ফেইসবুক ব্লগের সস্তা লেখকদের গন্ডি থেকে বেরিয়ে আসতে হবে। তারা লাইক কমেন্টের জন্য সব করতে পারে। কিন্তু একজন প্রকৃত সভ্য নাগরিক কখনো রাষ্ট্রের সুপ্রীম কাউকে অপমান করে বিশ্বের কাছে নিজের দেশকে ছোটো করে না।



ধরুন আপনি খালেদা/ হাসিনাকে ঘৃণা করেন । কিন্তু তাদেরকে গালি দিয়ে লিখলে সেটা আপনারই অপমান। কারন, তারা যাই করুক, অন্তত তারা এখন দেশকে লীড দিচ্ছে। তাদেরকে মার্জিত ভাষায় ট্রীট করাটা আমাদের নাগরিক কর্তব্য।



একটাই অনুরোধ থাকবে, আশেপাশের লোকেদের মতো হয়ে যাবেন না। ওরা গালাগালি দিয়ে লিখে ন্যায় প্রতিষ্ঠার জন্য না। হিট হবার জন্য। রাস্তায় ডাকলে কাউকে পাবেন না। প্রায় সব ভন্ড।



আশা করি ভালো একজন লেখক হন। যাকে সব দলের লোকেরা ভালোবাসবে। আরো কিছু বলার ছিলো। আজ আর নয়। ভালো থাকবেন সবাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.