![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
"তাহমিনা জান্নাত" নামের একটি মেয়ে মরনব্যাধি ক্যান্সারে
আক্রান্ত হয়ে আজ ভোর ৪ টায়
এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে চলে গেছেন।
এই মেয়েটিকে আমি চিনি না,
এমনকি আমার ফ্রেন্ডলিস্টে ও এড নাই।
আমি উনার ওয়ালে সবার পোষ্ট পড়ছি সেই সকাল থেকেই
আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি !!
তিনি চলে গেছেন, সবাইকে ছেড়ে, ছেড়েছেন এই
পৃথিবী, পরিবার, আপনজন, এমনকি ফেইসবুক ও
আমাদের ও একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে
পড়ে থাকবে আমাদের ফেইসবুক।
তখন সবাই আপনার ওয়ালে পোষ্ট করবে,
দুঃখ প্রকাশ করবে, আহাজারি করবে
কিন্তু কবরে একা পড়ে থাকতে হবে আপনারই।
ফ্রেন্ডলিস্টের ৫০০০ ফ্রেন্ডস , ২০০০ ফলোয়ার
কেউই আপনার সাথি হবে না, কেউ আপনাকে কবরে
দেখতেও যাবে না, আপনার একাই থাকতে হবে
কিয়ামতের আগ পর্যন্ত !!
"দোয়া করি আল্লাহ "তাহমিনা জান্নাত" আপুর সকল প্রকার গুনার খাতা মাফ করুক এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুক,আমীন"
©somewhere in net ltd.