![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
আপনি মুসলমানঃ
আপনার ধর্ম কি?
-ইসলাম
আপনি কি কখনো আল্লাহ্ কে দেখেছেন?
-না
কিভাবে বুঝলেন আপনি মুসলমান?
-ছোট বেলায় দেখতাম বাবা-মা নামাজ পড়ে, কোরআন শরীফ পাঠ করে, এখান থেকেই বুঝেছি যে আমি মুসলমান।
মৃত্যুর পর কি হবে আপনি জানেন?
-হ্যাঁ, আমি পৃথিবীতে যে কাজ করেছি তার হিসেব নেয়া হবে।
আপনি হিন্দুঃ
আপনার ধর্ম কি?
-হিন্দু ধর্ম
আপনি কি কখনো ভগবানকে দেখেছেন?
-না
কিভাবে বুঝলেন আপনি হিন্দু?
-ছোট বেলায় দেখতাম বাবা-মা পূজা করে, গীতা পাঠ করে, এখান থেকেই বুঝেছি যে আমি হিন্দু।
মৃত্যুর পর কি হবে আপনি জানেন?
-হ্যাঁ, আমি পৃথিবীতে যে কাজ করেছি তার হিসেব নেয়া হবে।
আপনি অন্য ধর্মাবলম্বী দের জীজ্ঞেস করেন উত্তর কিন্তু একই দিবে।
মৃত্যুর পর, মুসলমানদের কবর দেয়া হবে
হিন্দুদের পোড়ানো বা কাউকে বসিয়ে কবর দেয়া হবে।
কিন্তু, প্রত্যেকেই ঐ মাটির সাথেই মিশে যেতে হবে
মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ও অন্য ধর্মাবলম্বী
সবাইকে ঐ মাটির নিচেই যেতে হবে একদিন
কেউ জানে না যে কি আছে বা হবে ঐ মাটির নিচে।
সুধুমাত্র বিশ্বাস করেই সারাজীবন ধরে যার যার ধর্ম পালন করে যাচ্ছে সবাই।
©somewhere in net ltd.