| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজু রহমান
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
সবার মনে আছে আশা
সঙ্গে আছে ভালোবাসা
আমার মনেও ছিল আশা
ধিরে ধিরে ভালোবাসা
গড়ে উঠে ধিরে ধিরে
একটি মনের সপ্ন আশা
কী থেকে কী হয়ে গেল
সপ্ন আশা নয় তো ভাল
সে যে আমার সুরের সাথি
মনের মাঝে গেঁথে রাখি
সে ছিল মোর মনের আশা
সে ছিল মোর ভালোবাসা
©somewhere in net ltd.