![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
হও যদি তুমি আমার সপ্নের রাজকুমারী
আমি হব তোমার সপ্নের রাজকুমার
হও যদি পূর্ণিমার চাঁদ রাতের আকাশে
আমি মিশে রব বৈশখীর বাতাসে
হও যদি রাতের আকাশে তারা
আমি হব আলোর ধারা
হও যদি তুমি বিষাদ সিন্ধু
আমি হব শিশির বিন্দু
হও যদি তুমি ঐ হিমালয়
ভালবেসে আমি করব তোমায় জয়
হও যদি তুমি সকাল বেলার পাখি
আমি হব তোমার মিষ্টি দুটি আঁখি
হও যদি তুমি কানের দুল
আমি হব লাল গোলাপ ফুল
হও হদি তুমি আষাড়ের মেঘ
আমি হব শ্রাবনের নিঝুম বৃষ্টি
©somewhere in net ltd.