নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance Blogger | Photographer | Contributor to @GettyImages | @HuffingtonPost | BG: O+(ve) Mail: [email protected]

রাজু রহমান

ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD

রাজু রহমান › বিস্তারিত পোস্টঃ

টাকা দেখে ভালো না বেসে মন দেখে বাস

১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১০

"রাশা" আমি তোমাকে অনেক লাভ করি !

--উফফ এক কথা কয়দিন বল তুমি?



ট্রাষ্ট মি, আমি সত্যি তোমাকে অনেক লাভ করি "রাশা"

--আমি তো তোমাকে বলেছি যে আমাদের সেইম এইজ, আর আমি কখনো সেইম এইজ'এ রিলেশন করব না।



দেখ, সেইম এইজ হয়েছে তো কি হয়েছে? আমি তোমাকে সব দিব, সব...

--কি দিবা শুনি ?



অনেক ভালোবাসা, একবুক স্বপ্ন, তুমি যা পছন্দ কর সবকিছু দিব তোমাকে !

--জানতাম এগুলোই বলবা, এইজন্যই তো বলেছি আমি সেইম এইজ'এ রিলেশন করব না।



ও আচ্ছা বুঝেছি, তোমার কি মনে হয় আমি তোমাকে সুখ দিতে পারব না? আমিও একটা ছেলে ওকে? তোমার থেকে বড় ছেলে তোমাকে যতটুকু সুখ দিবে, আমিও ঠিক অতটুকুই সুখ দিব তোমাকে।

--তুমি সত্যি একটা পাগল; হিঃ হিঃ হিঃ



কি হল হাসছ যে? কিছু বল...

--ওকে, তুমি যদি ঢাকা ভার্সিটিতে চান্স পাও তাহলে তোমার সাথে আমি রিলেশন করব।



ঠিক আছে, তাহলে তুমি ঢাকা ভার্সিটির একটা ছেলেকে খুঁজে নেও।

--হ্যালো হ্যালো রুদ্র

(ততক্ষণে ফোনের নাইন টা কেটে গেছে)



বি.দ্রঃ "রাশা'র" মত কিছু কিছু মেয়ের কাছে; ভালোবাসা মানে, Dhaka Varsity

"রাশা'র" মত কিছু কিছু মেয়ের কাছে; ভালোবাসা মানে হ্যান্ডসাম ছেলে

"রাশা'র" মত কিছু কিছু মেয়ের কাছে; ভালোবাসা মানে মানিব্যাগ ভর্তি টাকা

"রাশা'র" মত কিছু কিছু মেয়ের কাছে; ভালোবাসা মানে বশুন্ধারার আট তলা



কিন্তু আমাদের মত কিছু কিছু ছেলে চাইঃ



আমি কোন ভার্সিটিতে পড়ি সেটা না দেখে;

আমার মানিব্যাগের ওজন কত সেটা না দেখে;

ঢাকা শহরে আমার বারার ৫ টা ফ্ল্যাট বাড়ি,২ টা গাড়ি না দেখে;

সুধু মন দেখে ভালবাসুক, আমি কেমন ছেলে সেটা দেখে আমাকে ভালোবাসুক



"ভালোবেসে একবার এই হাত ধরলে, গাড়ি, বাড়ি, টাকা সবকিছুই একদিন করতে পারব"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.