![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
তোমার চুলের ক্লিপ হয়ে গন্ধ নিতে চাই তোমার চুলের
কপালের টিপ হয়ে লেগে থাকতে চাই তোমার ঐ কপালে
আইলাইনার হয়ে লেগে থাকতে চাই হরিণীর মত চোখে
লিপস্টিক হয়ে লেগে থাকতে চাই তোমার গোলাপের মত ঠোঁটে
কানের দুল হয়ে ঝুলতে চাই তোমার কানে
নাকের নোলোক হয়ে ঝুলতে চাই তোমার নাকে
তোমার অন্তর্বাস হয়ে লেগে থাকতে চাই তোমার বুকে
হাতের চুড়ি হয়ে বাজতে চাই ঝনঝনা-ঝন
কোমরের বিছা হয়ে বেঁধে রাখতে চাই তোমার কোমর
আলতা হয়ে মিশে যেতে চাই তোমার হাতে
তাও কোনদিন ছেড়ে যেতে রাজি নই তোমায়
অনেকটা ভালোবাসি যে তোমাকে
কিভাবে ছেড়ে যাই বল জান???
©somewhere in net ltd.